Junior Doctor Hunger Strike: টানা অনশনের জেরে অসুস্থ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালের সিসিইউ-তে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এদিন রাতে ধর্মতলার অবস্থানমঞ্চে উপস্থিত চিকিৎসকরা এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। আরজি করের জুনিয়র ডাক্তার আশফাক উল্লাহ নায়ার বলেছেন, সঠিক সময়ে নিয়ে আসার জন্য বেঁচে গিয়েছেন অনিকেত। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
গত রবিবার থেকে অনশন করছেন অনিকেত। তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা আগেই জানা যায়। বৃহস্পতিবার সকালে ধর্মতলার অবস্থান মঞ্চে জানা যায়, অনিকেতের মুত্রে কিটোন বডি পাওয়া গিয়েছে। তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে জানান জুনিয়র ডাক্তাররা। রাতে আবার তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি জুনিয়র ডাক্তারদের। ১০ দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকার তাঁদের দাবি না মানলে অনশন তোলার কথা ভাবছেনই না আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই বহু সিনিয়র চিকিৎসক গণইস্তফার পথে হেঁটেছেন। সরকার অনড় মনোভাব না ছাড়লে সিনিয়র চিকিৎসকদের গণইস্তফার সংখ্যাটা আগামী দিনে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে।
আরও পড়ুন '৩ ঘণ্টার বৈঠকের নিট ফল জিরো', মধ্যরাতে রাজ্যের সঙ্গে কথা সেরে বললেন জুনিয়র ডাক্তাররা
জট কাটাতে শেষমেষ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বুধবার মধ্যরাতে স্বাস্থ্য ভবনে বৈঠকে ডাকা হয় আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দলকে। মুখ্যসচিব তিন ঘন্টা ধরে আলোচনা করেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।
আরও পড়ুন সপ্তমীর সকাল থেকে আন্দোলন আরও জোরদার, দাবি আদায়ে এবার কোন পথে জুনিয়র ডাক্তাররা?
স্বাস্থ্য ভবনে ঘন্টা তিনেক ধরে সেই বৈঠক শেষে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সদ্বিচ্ছার অভাব রয়েছে রাজ্য সরকারের। স্বাস্থ্য সচিবের ব্যাপারে প্রশ্ন তুললে তাঁদের জানানো হয়েছে এই বৈঠকে স্বাস্থ্য সচিবকে নিয়ে কথা বলার কোনও বিষয় নেই। পুজোটা কাটিয়ে নিতে বলা হয়েছে। জুনিয়র ডাক্তাররা বলেন, "আমরা বলেছিলাম আপনারা আমাদের অনশন মঞ্চে এসে অনুরোধ জানান। তবে এখনও অনমনীয় অবস্থানে রয়েছে রাজ্য সরকার। তিন ঘন্টা ধরে বৈঠকে কিছুই হয়নি।"