Advertisment

গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে আসাম ভবন অভিযান

পশ্চিমবঙ্গের বাসিন্দা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে নির্দেশ দেন আসামের মুখ্যমন্ত্রী। এই গ্রেফতারির প্রতিবাদে শনিবার আসাম ভবন অভিযান চালাবে বাংলা পক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- গর্গ চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ

আসামের প্রথম অহম রাজা ছাওলাং সুকফার স্মৃতিরক্ষায় ডিসেম্বরের ২ তারিখ পালিত ‘অসম দিবস’ এর উদযাপনকে কেন্দ্র করে সুকফা এবং অহম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের বাসিন্দা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে নির্দেশ দেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এই গ্রেফতারির প্রতিবাদে আসাম ভবন অভিযান চালাবে বাংলা পক্ষ, এমনটাই জানিয়েছে তারা। গতকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতে দেখা যায় তাঁদের।

Advertisment

একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, "বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের অন্যতমম প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আসামের বাঙালি বিদ্বেষী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। আসামের মুখ্যমন্ত্রীর এই নির্দেশের প্রতিবাদে আজ ২০শে জুন, শনিবার, বিকেল ৪ টেয় কলকাতায় আসাম ভবনের সামনে বাংলা পক্ষ সংগঠন এক প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করেছে।"

publive-image

আরও পড়ুন, “আমাকে খুন করার পরিকল্পনা হয়েছে, আসাম বিজেপিই যড়যন্ত্রকারী”

সম্প্রতি অহম-সুকফা সম্প্রদায় এবং আলফা সংগঠনের সঙ্গে বিজেপির নাম যুক্ত করার অভিযোগে ১৮ জুন গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আসামের ডিব্রুগরে অভিযোগ দায়ের করেন ভাস্কর গগৈ নামের এক ব্যক্তি। এই প্রেক্ষাপটে আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট করার পরই জোরালো বিতর্ক তৈরি হয় সোশাল মিডিয়ায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গর্গকে গ্রেফতার করতে শুক্রবার রাতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন ৩ সদস্যের পুলিশ দল।

publive-image

আরও পড়ুন, আমাদের নীতি আছে, নৈতিকতা নেই: গর্গ চট্টোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকার

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার প্রাণ বিপন্ন, একটি ষড়যন্ত্র চলছে। যেটা আসামের বিজেপি থেকে চালু করা হয়েছে। তড়িঘড়ি আমাকে আসামে নিয়ে গিয়ে হয় পুলিশের হাতে কিংবা জনগণের হাতে ছেড়ে দিয়ে আমাকে অত্যাচার করা অথবা খুন করার পরিকল্পনা করা হয়েছে। এই সব চক্রান্তের যে লিখিত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।” গর্গ চট্টোপাধ্যায়ের কথায়, “আমি বাঙালিদের হয়ে একটি বাস্তব কথা বলে এসেছি বারংবার। আসামের বাঙালিদের উপর অত্যাচারের কথা বারবার বলে এসেছি বলেই আমার মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার তোড়জোড় চলছে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন 

Assam
Advertisment