/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/yogi-priyanka-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
করোনায় লকডাউন পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর প্রস্তাব মেনে নিল যোগী সরকার। পরিযায়ী শ্রমিকদের জন্য় হাজার খানেক বাসের বন্দোবস্ত করার প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। প্রিয়াঙ্কার সেই প্রস্তাব গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। এ প্রসঙ্গে একটি চিঠিতে প্রিয়াঙ্কাকে সে রাজ্য়ের অতিরিক্ত মুখ্য়সচিব জানিয়েছেন, সরকার তাঁর প্রস্তাব মেনে নিয়েছে এবং ওই হাজার খানেক বাস ও তাঁদের চালক সম্পর্কে বিশদে তথ্য় চাওয়া হযেছে।
উল্লেখ্য়, রাম লীলা ময়দানে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের জমায়েতের একটি ভিডিও টুইট করেছিলেন প্রিয়াঙ্কা। টুইটে সোনিয়া কন্য়া লিখেছিলেন, ''গাজিয়াবাদে রামলীলা ময়দানে পরিযায়ী শ্রমিকরা জড়ো হয়েছেন। উত্তরপ্রদেশ সরকার কিছুই সামলাতে পারছে না। যদি এক মাস আগে যথাযথ ব্য়বস্থা নেওয়া হত, তাহলে পরিযায়ীদের এত দুর্ভোগ হত না। আমরা হাজার বাসের প্রস্তাব রেখেছি। উত্তরপ্রদেশ সীমান্তে তাঁদের নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। সরকার তো সাহায্য় করছেই না পরিযায়ীদের, অন্য় কাউকেও করতে দিচ্ছে না''।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের রেকর্ড, মোট পজিটিভ ৯৬,১৬৯
Awanish Awasthi, Uttar Pradesh Additional Chief Secretary (Home) writes to Congress leader Priyanka Gandhi Vadra accepting her proposal to deploy 1000 buses for migrants. Seeks details of 1000 buses & drivers without delay. pic.twitter.com/6PrtlMQtYb
— ANI UP (@ANINewsUP) May 18, 2020
উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেছেন,''আমাদের তালিকা পাঠানো হোক। তাহলে আমরা নিশ্চিত হতে পারব যে পরিযায়ীরা উত্তরপ্রদেশের বাসিন্দা। নিরাপদে তাঁদের নির্দিষ্ট গন্তব্য়ে ফেরাতো পারব। আমরা আনন্দের সঙ্গে এ কাজ করতে রাজি। কিন্তু গত তিন দিন ধরে কোনও বাসের তালিকা পাইনি''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন