Punjab Bandh: কৃষকদের ডাকে সোমবার পাঞ্জাব বনধের দিন বিমানের ভাড়া গগনচুম্বী। একদিনের বনধেই চণ্ডীগড়-দিল্লি রুটের বিমান ভাড়া ৩ হাজার থেকে বেড়ে ১৯ হাজার টাকা ছুঁল। পাঞ্জাবের একাধিক কৃষক সংগঠন একগুচ্ছ দাবি নিয়ে সম্মিলিত ভাবে রাজ্যজুড়ে একদিনের বনধ পালন করছে সোমবার, ৩০ ডিসেম্বর।
বেশিরভাগ বিমানসংস্থা অনলাইনে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। বনধের জেরে গাড়ি চলাচল বন্ধ। সেই সুযোগে বিমানের ভাড়া লাফিয়ে বেড়েছে অনেকটা। মোহালির এক টিকিট এজেন্ট জানিয়েছেন, দিনের সময় অনুযায়ী প্রিমিয়াম দামে বিমানের টিকিট পাওয়া যাচ্ছে। দিনের বেলার টিকিটের দাম অনেক বেশি। তুলনায় সন্ধের পর টিকিটের দাম কম।
মোহালি থেকে দিল্লি যাওয়ার রাস্তা বন্ধ করে ধর্মঘট পালন করছেন কৃষকরা। রেল পরিষেবাও ব্যাহত হয়েছে বনধের কারণে। বিভিন্ন দোকান, পেট্রল পাম্পের সামনে ধরনায় বসেছেন চাষিরা। যার ফলে যান চলাচল বন্ধ। এই অবস্থায় জরুরি কাজের জন্য দিল্লি যেতে পকেট খসছে সাধারণ মানুষের।
আরও পড়ুন উদ্ধার ভুয়ো আধার কার্ড, অবৈধ নথি! ৪০০-এর বেশি বাংলাদেশিদের উপর নজর
বনধ প্রসঙ্গে ভারতীয় কিসান ইউনিয়ন (লাখোয়াল) নেতা জসপাল সিং নিয়ামিয়ান বলেছেন, সবাই সহযোগিতা করছেন আমাদের সঙ্গে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ এই বনধ সফল করে সরকারকে চাপ দিয়ে আমাদের দাবি পূরণের জন্য।
বিমানবন্দরে যেতেও সমস্যা হচ্ছে যাত্রীদের। বিভিন্ন রাস্তায় ট্রাক্টর মাঝামাঝি দাঁড় করিয়ে ধরনায় বসেছেন কৃষকরা। ট্রাক্টরের উপর লাউডস্পিকার লাগিয়ে নিজেদের দাবি পূরণের কথা জানাচ্ছেন কৃষকরা। পাঞ্জাবে এখন প্রচণ্ড শীত এবং সকাল থেকেই কুয়াশার দাপট। তার মধ্যে রাস্তায় আগুন জ্বালিয়ে বনধ সফল করতে শামিল কৃষকরা।