Advertisment

কোয়ারেন্টাইনে থাকা বিদেশি-ভারতীয়দের জন্য নয়া নিয়ম

বিদেশি নাগরিকদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে, তাঁরা নিজেদের দেশে ফিরতে পারবেন। এজন্য চার্টার্ড বিমানে করে তাঁদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে সংশ্লিষ্ট দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে কোয়ারেন্টাইনে থাকা বিদেশি নাগরিকদের জন্য় নয়া নিয়ম চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

করোনার থাবায় কাঁপছে গোটা বিশ্ব। এই আবহে এবার ভারতে কোয়ারেন্টাইনে থাকা বিদেশি নাগরিকদের জন্য় নয়া নিয়ম চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতে কোয়ারেন্টাইনে থাকা বিদেশি নাগরিকদের জন্য় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরস (এসওপি) জারি করল মোদী সরকার। এরফলে ওই বিদেশি নাগরিকদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে, তাঁরা নিজেদের দেশে ফিরতে পারবেন। এজন্য় চার্টার্ড বিমানে করে তাঁদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে সংশ্লিষ্ট দেশ।

Advertisment

উল্লেখ্য়, করোনা আবহে ভারতে থাকা নিজেদের দেশের নাগরিকদের ফেরাতে সম্প্রতি ভারত সরকারের কাছে প্রস্তাব দিয়েছে একাধিক দেশ। এই প্রেক্ষিতে ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, বিদেশ সফরের পর যেসব ভারতীয় নাগরিক কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদেরকেও ছেড়ে দেওয়ার জন্য ট্রানজিট পাস দেওয়া হবে। তবে তাঁদের নিজের টাকায় ফিরতে হবে।

আরও পড়ুন- নিজামুদ্দিনের জমায়েতকারীদের আশালীন ব্যবহারে এনএসএ প্রয়োগের পথে মোদী

বৃহস্পতিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''...কয়েকটি দেশ তাদের নাগরিকদের ছাড়ার ব্য়াপারে ভারত সরকারের কাছে আবেদন করেছে। এই পরিপ্রেক্ষিতে ওই আর্জি গ্রহণ করা হয়েছে...গোটা বিষয়টি খতিয়ে দেখবে বিদেশমন্ত্রক''।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশিদের ট্রানজিট পাসের জন্য আবেদন করতে হবে দূতাবাস বা কনস্যুলেটকে। অন্যদিকে, বিদেশ ফেরত যেসব ভারতীয় কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে স্বাস্থ্যবিধি মেনেই তাঁদের ছাড়া হবে''।

ভারতে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ২৩০১। এঁদের মধ্যে ১৫৫ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪।

Read the full story in English

coronavirus
Advertisment