ভারতে বাণিজ্যের জন্য সুষ্ঠু পরিবেশ থাকা দরকার। অযথা করের বোঝা চাপাবেন না। ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান মেলার পরদিন এ আর্জিই দিল রাফালের ইঞ্জিন নির্মাণকারী সংস্থা। বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ফ্রান্সের ওই ইঞ্জিন নির্মাণকারী সংস্থার সিইও বলেন, ‘‘ভারতে কর ও শুল্ক ব্যবস্থা যেন আমাদের আতঙ্কিত না করে, এ ব্যাপারে নিশ্চিত করা জরুরি’’। উল্লেখ্য, ভারতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ওই সংস্থা।
আরও পড়ুন: মোদীকে চিঠি লেখা বিশিষ্টদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা ক্লোজ, কাঠগড়ায় অভিযোগকারী
এদিন ওই সংস্থার তরফে একটি প্রেজেন্টেশন দেখানো হয় রাজনাথ সিংকে। ওই সংস্থার অফিস ঘুরে রাজনাথ টুইটারে লেখেন, ‘‘ভারতীয় বংশোদ্ভূত তরুণ ও প্রতিভাবান ইঞ্জিনিয়রদের সঙ্গে দেখা হয়ে ভাল লাগছে। তাঁরা ওই সংস্থায় কাজ করেন। প্রযুক্তির ব্যাপারে তাঁদের অপরিসীম জ্ঞান’’। প্রেজেন্টেশনের সময় ফ্রান্সের ওই সংস্থার সিইও ভারতে বিনিয়োগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘উড়ান ক্ষেত্রে ভারত তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হচ্ছে। তাই ভারতে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে আমরা আগ্রহী। কিন্তু ভারতে কর ও শুল্ক ব্যবস্থা যাতে আমাদের ব্যবসায় কোনও প্রভাব না ফেলতে পারে, সে ব্যাপারে নিশ্চিত করতে হবে’’। এই প্রেক্ষিতে রাজনাথ সিং আশ্বাসের সুরে বলেন, বিনিয়োগকারীদের জন্য সুষ্ঠ পরিবেশ তৈরিতে ভারত অঙ্গীকারবদ্ধ।
আরও পড়ুন: রাফাল নিলেন রাজনাথ সিং
উল্লেখ্য, মঙ্গলবার প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পায় ভারত। ফ্রান্সের কাছ থেকে প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রথম যে রাফাল যুদ্ধবিমান ভারতের হাতে আসবে, তার টেইল নম্বর হবে আরবি ০০১। এই আরবি হল, বর্তমান বায়ুসেনা প্রধান রাকেশ ভাদুরিয়ার নামের আদ্যক্ষর। ভারতীয় বায়ুসেনার উপপ্রধান থাকাকালীন রাফাল বিমান চুক্তির ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল বিমানের বরাত দেয়, যার দাম ৫৯ হাজার কোটি টাকা। এদিন রাফাল বিমান সরকারি ভাবে হাতে তুলে দেওয়া হলেও প্রথম চারটি রাফাল বিমান ভারতে উড়ে আসবে ২০২০ সালের মে মাসে। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করে ফেলেছে।
Read the full story in English