একটু চা বা কফি ছাড়া দীর্ঘ ট্রেন জার্নি যেন কিছুতেই ভাবা যায় না। তবে খাবার সময় কখনও কী ভেবে দেখেছেন কী জলে বানানো হচ্ছে ওই চা বা কফি? সম্প্রতি প্রকাশ্য়ে এল এ বিষয়ে একটি চাঞ্চল্য়কর তথ্য। তথ্য় অনুযায়ী, ট্রেনের শৌচাগার থেকে জল নিয়ে চা এবং কফি তৈরি করছেন একজন ভেন্ডার। শুনতে অবাক লাগলেও এমনই ছবি ধরা পড়েছে সেই ভিডিওতে। উল্লেখ্য়, ট্রেনের শৌচাগারে জল সরবরাহ হয় সেই ট্রেনের মধ্য়ে লাগানো কিছু ট্যাঙ্ক থেকে। বলা বাহুল্য় সেই জল পরিশোধন করা হয়না। এই কারণেই ট্রেনের যাত্রীদের কাছে পানীয় জল হিসাবে বোতলবন্দি কেনা জল বা প্লার্টফর্মে লাগানো খাবার জলের কলই ভরসা।
Advertisment
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ট্রেনের শৌচাগার থেকে জল নিয়ে বেরিয়ে আসছেন একজন চা-কফি বিক্রেতা, তাঁর হাতে রয়েছে একটি ক্য়ান।
দেখুন ভিডিওটি:
Advertisment
গত ডিসেম্বর মাসে, সেকেন্দরাবাদ স্টেশনেই ধরা পরে এরকমই একটি দৃশ্য়। চেন্নাই সেন্ট্রাল-হায়দরাবাদ চার্মিনার এক্সপ্রেসের এক ভেন্ডর এটি করেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পরই এবিষয়ে পদক্ষেপ নেন রেলকতৃপক্ষ।
সম্প্রতি দক্ষিণ মধ্য রেলওয়ের তরফে জানান হয় যে রেলের শৌচাগারের জল দিয়ে চা এবং কফি বানানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে ওই বিক্রেতার বিরুদ্ধে।
Railway vendor fined Rs 1 lakh after in a viral video people were seen bringing out tea/coffee cans from inside a train toilet at Secunderabad(Telangana) station in December 2017. pic.twitter.com/HUc30YnJzi
Railway vendor fined Rs 1 lakh after in a viral video people were seen bringing out tea/coffee cans from inside a train toilet at Secunderabad(Telangana) station in December 2017. pic.twitter.com/HUc30YnJzi