New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/piyush-goyal-2.jpg)
আগামী ফেব্রুয়ারিতে প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মে মাসে প্রকাশিত হতে পারে দ্বিতীয় দফার নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর মধ্যে
লোকসভার ঠিক আগে দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী ঘোষণা করলেন, অতিরিক্ত আড়াই লক্ষ শূন্য পদে প্রার্থী নিয়োগ করবে ভারতীয় রেল। নিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির ১০ শতাংশ সংরক্ষণের আইন বলবত হবে, জানিয়েছেন ভারতীয় রেলের এক আধিকারিক।
বুধবারের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "২.২৫ থেকে ২.৫০ লক্ষ নতুন শূন্য পদ তৈরি হচ্ছে ভারতীয় রেলে। বাকি ১.৫০ লক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে আগামী দু বছরের মধ্যে প্রায় ৪ লক্ষ শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্র।"
#WATCH: Railways Minister Piyush Goyal announces 2.50 Lakh additional vacancies in the Railways, says "New job opportunities for 2.25-2.50 Lakh people has been created, process for 1.50 Lakh vacancies is underway. So Railways, in a way, will be providing 4 Lakh jobs." pic.twitter.com/Oeccbuk3wu
— ANI (@ANI) January 23, 2019
আরও পড়ুন, রেলমন্ত্রী পীযুষ গয়ালের হাতে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতীয় রেল নিয়োগ পর্ষদের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণের আইন লাগু হবে রেলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে।
"আগামী ফেব্রুয়ারিতে প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মে মাসে প্রকাশিত হতে পারে দ্বিতীয় দফার নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর মধ্যে," জানিয়েছে রেল মন্ত্রক।
গত বছর রেল মন্ত্রক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে ১.২ লক্ষ শূন্য পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় আড়াই কোটি আবেদন জমা পড়েছিল। চলতি বছরের আগস্টের মধ্যে দুটি গ্রুপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।