হাঁসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। বিকেল ৫টা থেকে সন্ধে ৬টার মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। ওই এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন, রাতের কলকাতায় অ্যাসিড হামলার অভিযোগ! জখম দুই মহিলাসহ মোট তিনজন
সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচার! এসটিএফের হাতে ধৃত ৬
তবে কলকাতায় এখনও পর্যন্ত কোনও বৃষ্টির পূর্বাভাস জারি করেনি আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকাল হতে না হতেই প্রবল গরমে অস্বস্তির মধ্যে পড়েন শহর কলকাতার বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাঁসফাঁস করতে থাকে গোটা শহর।