রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দুপুরের মধ্যে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান ও মালদহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে ওই এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, কলকাতায় স্বস্তির বৃষ্টি, বিহারে ঝড়বৃষ্টি ও বজ্রপাতে মৃত কয়েকজন
তবে কলকাতায় এদিন বৃষ্টি হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর। ক‘দিন আগেই ফের জোড়া ঝড়ের কবলে পড়েছিল কলকাতা। সোমবার সকালেও কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হয়। যার জেরে অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই পান রাজ্যবাসী।