আবারও দুর্যোগে কাড়ল প্রাণ কাড়ল। এ রাজ্যে নয়, পড়শি রাজ্য বিহারে ঝড়বৃষ্টি ও বজ্রপাতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে সোমবার সকাল থেকেই এ রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতে বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর।
আরও পড়ুন, ৬ বঙ্গসন্তানের ক্যারিশমায় লিমকা বুক অফ রেকর্ডসে নাম লেখাল টিভিএসের বাইক
সোমবার যে, সকালে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে, তার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরপ্রদেশে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় ঝড়বৃষ্টির পূর্বাভাস গতকালই জানিয়েছিল আবহাওয়া দফতর।
আরও পড়ুন, ভাগাড় মাংসকাণ্ডে ধৃত সিপিএম নেতা, বাংলাদেশেও পাঠানো হত পচা মাংস!