Rain Forecast: আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Rain in kolkata Express photo Shashi Ghosh

আগামী কয়েকদিনে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। ফটো : শশী ঘোষ

Rain Forecast:  গত সপ্তাহের উলটপূরাণই বটে। গত সপ্তাহে তীব্র গরমে নাভিশ্বাস ফেলতে ফেলতে হাঁপিয়ে পড়েছিলেন রাজ্যবাসী, আর ঠিক এক সপ্তাহ বাদে সেই গরম উধাও। শুধু তাই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক সপ্তাহের প্রথম দিনই চেনা আষাঢ়ের মেজাজে ফিরেছে বর্ষা। কলকাতার পাশাপাশি রাতভর অঝোর বর্ষণে ভিজেছে অন্য জেলাগুলিও। এতেই শেষ নয়, আগামী কয়েকদিন এই বারিধারা অব্যাহত থাকছে, এমনকি, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,  আলিপুরদুয়ার, কোচবিহারে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামী ২৮ জুন পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

এদিন সকাল থেকেই কালো মেঘে মুড়ে রয়েছে কলকাতার আকাশ। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। গত সপ্তাহের অস্বস্তি থেকে অবশেষে রেহাই পেলেন রাজ্যবাসী। তবে এদিনের বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে কলকাতাবাসীর। টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তা জলমগ্ন, যার জেরে ব্যাহত হয় যান চলাচলও।

Rain in kolkata Express photo Shashi Ghosh ফটো : শশী ঘোষ

Advertisment

আরও পড়ুন, বৃষ্টি আনতে ব্য়াঙের বিয়ে দিলেন বিজেপি মন্ত্রী

সকাল ৯.৩০ পর্যন্ত শহরের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ-

জোকা : ৮.৮৯ মি.মি

বেহালা : ৯.৯১ মি.মি

আলিপুর: ২৪.৬৪ মি.মি

বালিগঞ্জ: ৪২.৬৭ মি.মি

ধাপা: ৩৫.০৫ মি.মি

উল্টোডাঙ্গা: ২৮.১৯ মি.মি

ই.এম বাইপাস: ৩৭.৩৪ মি.মি

পাটুলি: ১৯.৮১ মি.মি

rain monsoon