আজও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, WBJEE Result 2018 Updates: প্রথম সাউথ পয়েন্টের ছাত্র অভিনন্দন বসু
গতকাল কলকাতার আকাশে মেঘের দেখা মিললেও, শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি। বৃহস্পতিবারও সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। যদিও এদিন কলকাতায় বৃষ্টি হবে কিনা এখনও পর্যন্ত কিছু জানায়নি হাওয়া অফিস। কলকাতায় সেভাবে বৃষ্টি না হলেও গতকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বুধবারের মতো আজও গরমে কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি।