WBJEE Result 2018 Updates: প্রথম সাউথ পয়েন্টের ছাত্র অভিনন্দন বসু

প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ হল সাংবাদিক বৈঠকে। প্রথম সাউথ পয়েন্টের ছাত্র অভিনন্দন বসু

প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ হল সাংবাদিক বৈঠকে। প্রথম সাউথ পয়েন্টের ছাত্র অভিনন্দন বসু

author-image
IE Bangla Web Desk
New Update
wbjee-20181

WBJEE 2018 Result: প্রকাশ হল জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ফল ।

আজ বুধবার প্রকাশিত হল এ রাজ্যের  জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE 2018) ফলাফল। প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ হল সাংবাদিক বৈঠকে। এরপর বিকেল চারটে থেকে এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা, এবং চারটের পর তাঁদের র‌্যাঙ্ক কার্ডও দেখতে ও ডাউনলোড করতে পারবেন www.wbjeeb.in ওয়েবসাইট থেকে।

Advertisment

আরও পড়ুন: WBJEE: রাজ্য জয়েন্টের রেজাল্ট আজই, কীভাবে জানবেন ফলাফল?

১,০৫,৯৭৪ জন পরীক্ষার্থী জযেন্ট দিয়েছিলেন, তাঁদের মধ্যে পাশ করেছেন ১,০৫,০৮১ জন, যাঁদের মধ্যে ৭৮ শতাংশ ছাত্র। এ রাজ্য থেকে সফল হয়েছেন ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছেন ৪৭ শতাংশ। সিবিএসই থেকে সাফল্যের হার ২৮ শতাংশ। আগামী বছর পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ এপ্রিল।

প্রথম - অভিনন্দন বোস, সাউথ পয়েন্ট
দ্বিতীয় - দিদীপ্য রায়, হরিয়ানা বিদ্যামন্দির
তৃতীয় - অর্চিস্মান সাহা, ডিপিএস রুবি পার্ক
চতুর্থ - শুভম আগরওয়াল, সেন্ট টমাস বয়েজ স্কুল (ডায়মন্ডহারবার)
পঞ্চম - দেবজ্যোতি কর, এপিজে স্কুল
ষষ্ঠ - নবং বিয়ানি, শ্রী শ্রী অ্যাকাডেমি
সপ্তম - ঋত্বিক গঙ্গোপাধ্যায়, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর
অষ্টম - রণজয় মিদ্যা, অ্যাডামাস ইন্টারন্যাশনাল
নবম - অভিষেক শ্রীবাস্তব, সেন্ট জেভিয়ার্স, রাঁচি
দশম - আয়সী বিদ্যান্ত,বিশাখাপত্তনমের ছাত্রী

Advertisment

মেয়েদের মধ্যে প্রথম বিশাখাপত্তনমের ছাত্রী আয়সী বিদ্যান্ত।

wbjee-reslt WBJEE 2018 Result

WBJEE 2018 result: কিভাবে দেখবেন

wbjeeb.nic.in ওয়েবসাইটে যান

– নিউ ট্যাবে লিঙ্কটি খুলুন

–‘WBJEEB 2018 RESULT’ একটি পেজ পাবেন।

– সেখানে প্রয়োজনীয় তথ্য নথিভূক্ত করুন।

– এবার একে একে অ্যাপলিকেশন নম্বর, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিন।

– এবার সাবমিট বোতামে ক্লিক করুন।

– রেজাল্ট পেলে তার একটা প্রিন্ট নিয়ে রাখুন নিজের কাছে।

WBJEE 2018