মেঘালয়ে বৃষ্টি বিপর্যয়, মৃত ১৩

গত ২২ সেপ্টেম্বর থেকে তুমুল বৃষ্টির জেরে কমপক্ষে ১৩ জনের মৃত্য়ু হয়েছে, শনিবার এ তথ্য় দিয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।

গত ২২ সেপ্টেম্বর থেকে তুমুল বৃষ্টির জেরে কমপক্ষে ১৩ জনের মৃত্য়ু হয়েছে, শনিবার এ তথ্য় দিয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
meghalaya landslide, মেঘালয়ে ধস

বৃষ্টি বিপর্যয়ে ৫ জনের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়। গত ২২ সেপ্টেম্বর থেকে তুমুল বৃষ্টির জেরে কমপক্ষে ১৩ জনের মৃত্য়ু হয়েছে, শনিবার এ তথ্য় দিয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টির জেরে পূর্ব খাসি হিলস, পশ্চিম খাসি হিল জেলাজুড়ে ৩৭টি গ্রামে মোট ৯৮৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃষ্টি বিপর্যয়ে ৫ জনের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

Advertisment

জানা যাচ্ছে, মৃতদের মধ্য়ে রয়েছেন দুই মহিলা ক্রিকেটার। শুক্রবার ধসের জেরে মৃত্য়ু হয় তাঁদের। পূর্ব খাসি হিল জেলায় নিচু লুম্পিয়ারিং ধোবি ঘাট এলাকায় আরও ৩ জন নিখোঁজ। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চলছে। জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, পূর্ণাঙ্গ রিপোর্ট মেলার পরই মৃতদের পরিবারের জন্য় আর্থিক সাহায্য় চাইব সরকারের কাছে। ওই এলাকায় অন্য়ান্য় বাসিন্দাদের নিরাপদে অন্য়ত্র সরানো হয়েছে।

আরও পড়ুন: দেশবাসীকে করোনা টিকা দিতে সরকারের টাকা আছে তো? প্রশ্ন সিরামের সিইও-র

Advertisment

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর মেঘালয়, অরুণাচলপ্রদেশ, আসামে রেড অ্য়ালার্ট জারি করেছিল গুয়াহাটির আবহাওয়া দফতর। ওই এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। প্রবল বর্ষণে মেঘালয়ের বিভিন্ন এলাকায় সেতু ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। আসামেও বিভিন্ন এলাকা প্লাবিত। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১.৭ লক্ষেরও বেশি মানুষ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news