দেশের সুরক্ষার জন্য অন্য বিদেশের উপর নির্ভর করবে না ভারত, মঙ্গলবার বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএল)-এর একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন এমনটাই।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে শ্রোতাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী বলেন যে এইচএল নতুন ওর্ডার আরও পাবে এবং কেন্দ্র তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তিনি আরও বলেন যে ভারত তার প্রতিরক্ষা প্রয়োজনীয়তার জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল থাকতে পারে না কখনই। সংবাদসংস্থা এএনআই রাজনাথ সিংকে উল্লেখ করে বলে, “কোভিড অতিমারী থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর কাছ থেকে ৪৮ হাজার কোটি টাকার অর্ডার পেয়েছে এইচএএল।
Inaugurated the HAL’s new LCA-Tejas Production Line in Bengaluru today. Under the ‘Aatmanirbhar Bharat Abhiyan’ India is looking forward to increase its defence manufacturing capabilities. India cannot remain dependent on other countries for its defence. @HALHQBLR pic.twitter.com/7HCmYnjp1P
— Rajnath Singh (@rajnathsingh) February 2, 2021
আরও পড়ুন, ‘দেশে বিনিয়োগ বৃদ্ধি, সম্পদকে নগদে পরিণত করাই অগ্রাধিকার’
তিনি এও বলেন আগামী দিনে ভারতীয় মহাকাশ ক্ষেত্রকেও আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। তিনি এও বলেন, ভারতে তৈরি তেজস বিমান কিনতে অনেক দেশ আগ্রহও প্রকাশ করেছে। প্রতিরক্ষামন্ত্রী এও বলেন, খুব শিগগিরই এইচএল অন্যান্য দেশ থেকেও অর্ডার পাবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন