/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/election-commission-759.jpg)
নির্বাচন কমিশন।
আগামী ২৬ই মার্চ রাজ্যসভার ৫৫ আসনে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার ঘোষণা করল নির্বাচন কমিশন। দেশের ১৭ রাজ্যে এই ৫৫ আসন রয়েছে।
কমিশন জানিয়েছে রাজ্যসভা ভোট প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হবে ৬ মার্চ এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মার্চ। আগামী এপ্রিলে রাজ্যসভার ৫৫ জন সদস্যের মেয়াদ শেষ হচ্ছে।
পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি, অন্ধ্রপ্রদেশের চারটি, তেলঙ্গানার দুটি, আসামের তিনটি, ছত্তিসগড়ের দুটি, গুজরাটের চারটি, হরিয়ানার দুটি, হিমাচল প্রদেশের একটি, ঝাড়খণ্ডের দুটি, মধ্যপ্রদেশে তিনটি, মণিপুরে একটি, রাজস্থানে তিনটি এবং মেঘালয়ে একটি আসনের জন্য নির্বাচন হবে।
JUST IN: EC announces elections to 55 Rajya Sabha seats across 17 states. Date of poll and counting: March 26. @IndianExpress
Here's the list of retiring Rajya Sabha members: pic.twitter.com/OhvUeBqbYD
— Ritika Chopra (@KhurafatiChopra) February 25, 2020
সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে। সেই দিনই ভোট গণনা চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
আরও পড়ুন: বিশ্লেষণ: রাজ্যসভার মার্শালদের পোশাকের বদল
লোকসভার ৫৪৩ আসনের মধ্যে বর্তমামে বিজেপির সাংসদ সংখ্যা ৩০৩-র ওপরে। এনডিএ জোটের সংখ্যা আরও বেশিষ। কিন্তু রাজ্যসভায় ২৪৫ আসনের মধ্যে সদস্যের সংখ্যা ২৩৯ জন। সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপি তথা এনডিএ-র প্রয়োজন ১২০টি আসন। এই মুহুর্তে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ৮২ জন। আর বিজেপির অন্য শরিক অর্থাৎ এনডিএ-র বাকিদের সদস্য সংখ্যা ২৫ জন। সমীকরণ যা তাতে এবারের রাজ্যসভা নির্বাচনে বিজেপি একাই ১০০ আসন পার করে দেবে বলেই মনে করা হচ্ছে।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us