Advertisment

মোদীর অপেক্ষায় অযোধ্য়া, জেনে নিন প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১১টা নাগাদ মন্দির নগরীতে পৌঁছোনোর কথা মোদীর। দুপুর ২টো নাগাদ অনুষ্ঠান শেষে অযোধ্য়া ছাড়বেন নমো।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi ram temple ayodhya schedule, মোদী

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে উৎসবে রঙিন অযোধ্য়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর এই উৎসবের আমেজে নয়া মাত্রা যোগ করেছে অযোধ্য়ায়। মোদীর হাত ধরেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভূমিপুজো ও নমোর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্য়াকে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার ৩ ঘণ্টা সে শহরে কাটাবেন মোদী।

Advertisment

সকাল সাড়ে ১১টা নাগাদ মন্দির নগরীতে পৌঁছোনোর কথা মোদীর। দুপুর ২টো নাগাদ অনুষ্ঠান শেষে অযোধ্য়া ছাড়বেন নমো। রাম মন্দিরের ভূমিপুজোর পাশাপাশি হনুমানগড়ি মন্দিরেও যাওয়ার কথা রয়েছে মোদীর। প্রধানমন্ত্রীর পাশাপাশি ভূমিপুজোয় যোগ দেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, ট্রাস্ট প্রধান নৃত্য়গোপালদাস মহারাজ, উত্তরপ্রদেশের রাজ্য়পাল আনন্দীবেন পটেল, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ।

আরও পড়ুন: রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ, রাম মন্দিরের ভূমিপুজোয় জমজমাট অযোধ্য়া

একনজরে জেনে নিন মোদীর অযোধ্য়া সফরসূচী...

* সকাল ৯টা ৩৫ মিনিটে নয়া দিল্লি থেকে রওনা দেবেন মোদী।

* সকাল সাড়ে ১১টায় অযোধ্য়ায় পৌঁছোবেন মোদী।

* প্রথমে হনুমানগড়ি দর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে ৭ মিনিটের বেশি থাকবেন না তিনি।

*এরপর শ্রী রাম জন্মভূমিতে যাবেন মোদী। সেখানে পুজো করবেন এবং 'ভগবান শ্রী রামলালা বিরাজমান' দর্শন করবেন।

* তারপর পারিজাত চারাগাছ রোপণ করবেন এবং ভূমিপুজোয় যোগ দেবেন।

* এরপর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করবেন মোদী এবং শ্রী রাম জন্মভূমি মন্দিরের পোস্টেজ স্ট্য়াম্প প্রকাশ করবেন।

* দুপুর ২টো ২০ মিনিটে লখনউ ছাড়বেন মোদী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন 

PM Narendra Modi national news
Advertisment