Advertisment

নাকা তল্লাশির সময় পিষে দিল পিকআপ ভ্যান, মৃত্যু মহিলা পুলিশ অফিসারের

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটিকে আটক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বে-আইনি অভিযান চালানোর সময় ট্রাকের ধাক্কায় মৃত মহিলা পুলিশ আধিকারিক

মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চালানোর সময় গবাদি পশু পাচারকারী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সাব -ইন্সপেক্টরের। মৃত ওই পুলিশ আধিকারিকের নাম সন্ধ্যা টপনো। টুপুদানা আউট পোস্টের ইনচার্জ হিসাবে কিছুদিন আগেই কাজেই যোগ দেন তিনি।

Advertisment

রাঁচির পুলিশ সুপার কৌশল কিশোর সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সূত্র মারফৎ খবর পেয়ে তিনি গবাদি পশু পাচারকারী একটি গাড়িকে ধরার অপেক্ষায় ছিলেন। এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় তিনি ওই পশু পাচারকারী গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।”

আরও পড়ুন: <মলে নামাজ পড়ার ভিডিও ভাইরাল হতেই সক্রিয় যোগী পুলিশ, গ্রেফতার ৪>

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটিকে আটক করা হয়েছে। হরিয়ানার নুহ জেলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মঙ্গলবার বিকেলে অবৈধ খনন রোধে অভিযান চালানোর সময় একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ডে পুলিশ আধিকারিকের মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।

accident police
Advertisment