কেরালা সিপিএম প্রধান কোডিয়েরি বালকৃষ্ণর ছেলেকে ধর্ষণের অভিযোগে সপ্তাহ দুয়েক আগে আটক করেছিল মুম্বই পুলিশ। বিনয় কোডিয়েরির বিরুদ্ধে মুম্বইয়ের এক থানায় ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। বুধবার সেই মামলায় বিনয়কে আগাম জামিন দিল আদালত। বিনয়ের বিরুদ্ধে অভিযোগ এনে ৩৩ বছরের এক মহিলা জানিয়েছেন দশ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে তাঁকে।
দিনদশী আদালত জানিয়েছে আগামী একমাস প্রতি সোমবার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে বিনয়কে। আদালতের অনুমতি ব্যাতীত দেশ ছাড়া যাবে না, আদেশ দিয়েছে আদালত। তবে ওশিয়ারা পুলিশ জানিয়েছে ডিএনএ পরীক্ষার জন্য বিনয়কে পুলিশি হেফাজতে রাখার দরকার হতে পারে।
অভিযোগকারিণীর দাবি, দুবাইতে বার ডান্সার হিসেবে কাজের সূত্রে ২০০৮ সালে তাঁর বিনয়ের পরিচয়। বিনয় সেখানকার এক নির্মাণ সংস্থায় কাজ করতেন। মহিলা নিজের কাজ ছেড়ে বিনয়ের সঙ্গে পাকাপাকি ভাবে চলে আসেন মুম্বইতে। সে শহরে মহিলার জন্য একটি বাড়ি ভাড়া করে দেন বিনয়, প্রতিশ্রুতি দেন বিয়ের, দাবি অভিযোগকারিনীর।
ছেলে ধর্ষণে অভিযুক্ত, পদ ছাড়তে চাইছেন কেরালার সিপিএম সম্পাদক
পুলিশ জানিয়েছেন বিনয় যে বিবাহিত, এবং ২০১০ সালে কেরালায় তাঁদের একটি পুত্র সন্তান হয়, সে তথ্য গোপন করেছেন বিনয়। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ওই মহিলার পরিচয় করানোর ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন বিনয়, দাবি পুলিশের। গত বছর বিনয়ের স্ত্রী এবং দুই সন্তানের কথা জানতে পারেন তিনি।
তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিনয় কোদিয়েরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। মাস ছয়েক আগে ব্ল্যাকমেল করে ওই মহিলা তাঁর থেকে ৫ কোটি টাকা চেয়েছেন, দাবি বিনয়ের। মহিলা যে তাঁর পূর্ব পরিচিত, সে কথা স্বীকার করেছেন তিনি।
ছেলেকে ‘কাঁচা খেলোয়াড়’ বললেন কৈলাশ বিজয়বর্গীয়
বিনয় কোডিয়ারির বিরুদ্ধে মুম্বইয়ের এক থানায় ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই স্থানীয় গণমাধ্যমে খবর ছড়িয়েছে, ছেলের বিরুদ্ধে এ হেন অভিযোগ ওঠায় দলপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন কোডিয়ারি বালকৃষ্ণ। আনুষ্ঠানিক ভাবে এখনও সে খবরের সত্যতা সুনিশ্চিত করা হয়নি।
সিপিএম এর রাজ্য এবং জাতীয় স্তরের নেতৃত্ব যদিও স্পষ্টই জানিয়েছেন কেরালার সিপিএম সম্পাদকের পদত্যাগ তাঁরা দাবি করছেন না, কারণ তিনি ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগে ছেলেকে আড়াল করতে চাইছেন না। এই অবস্থায় তাঁর পদত্যাগ দলকে আরও দুরবল করে দিতে পারে বলে আশঙ্কায় রয়েছেন সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তে কেরালাতেই একমাত্র একটি লোকসভা আসনে জয়ী হয়েছে সিপি(আই)এম।
Read the full story in English