Advertisment

কেন্দ্র-রাজ্য দারুণ কাজ করছে, পরামর্শ থাকলে স্বাগত: রবিশঙ্কর প্রসাদ

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা মেটাতে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়ে মঙ্গলবারই কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে মঙ্গলবারই নোটিস দিযেছে সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
ravi shankar prasad interview, রবিশংকর প্রসাদের ইন্টারভিউ, রবিশংকর প্রসাদ, coronavirus india, করোনাভাইরাস, work from home, ওয়ার্ক ফর্ম হোম ,ravi shankar prasad on coronavirus, করোনাভাইরাস, coronavirus update, coronavirus latest news, coronavirus news, india coronavirus news, covid 19, covid 19 news, covid 19 india, covid 19 latest news, covid 19 cases, india covid 19 cases, india covid 19 latest news, coronavirus today news update, coronavirus update

রবিশংকর প্রসাদ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা মেটাতে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়ে মঙ্গলবারই কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে মঙ্গলবারই নোটিস দিযেছে সুপ্রিম কোর্ট। তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'সংকটের এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকার-উভয়ই খুব ভাল কাজ করছে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কিভাবে পরিস্থিতি আরও ভালভাবে মোকাবিলা করা যায় তার পথ খুঁজে বার করার চেষ্টা চলছে।'

Advertisment

সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ বলেছে, কেন্দ্র ও রাজ্য়গুলো এ বিষয়ে অবহেলা করেছে। একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা, খাবার, আশ্রয়ের জন্য অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলোকে।

এ প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'সর্বোচ্চ আদালতের সবসময় এই ক্ষমতা রয়েছে। কিন্তু, দেশের আইমমন্ত্রী হিসাবে এ বিষয়ে আমি কোনওমন্তব্য করব না। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা মেটাতে কী পদক্ষেপ কী পদক্ষেপ হয়েছে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোই তার জবাব দেবে। আমি শুধু বলতে পারি যে, সব রাজ্যই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। যদি আরও ভাল কোনও বিকল্প থাকে তবে তা গ্রহণ করা হবে। তবে, এখনও পর্যন্ত যা করা হয়েছে সেটাই সেরা। আরও ভাল করার সুযোগ থাকলে তা করা হবে।'

আরও পড়ুন- ‘কেন্দ্র-রাজ্যের গাফিলতি রয়েছে’, পরিযায়ীদের দুর্দশা নিয়ে সুপ্রিম নোটিস

গত সপ্তাহেই পরিযায়ীদের জন্য আমেদাবাদ হাসপাতালে নিম্নমানের সুযোগ সুবিধা নিয়ে বিজেপি শাসিত গুজরাট সরকারকে ভর্ৎসনা করেছিল হাইকোর্ট। এ প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, 'পুরো বিষয়টিকে রাজনীতি নিরপেক্ষভাবে দেখা শ্রেয়। আইসিএমআর-এঅর গাইডলাইন মেনে কাজ হওয়া প্রয়োজন। রাজ্য-কেন্দ্র একযোগে পরিস্থিতির উন্নতি করবে বলে আমি আশাবাদী।' তবে গুজরাটে বিভিন্ন রাজ্যের পরিযায়ীরা রয়েছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে একের পর এক অভিযোগ এনেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লকডাউন ফেল করেছে বলেও তিনি দাবি করেছিলেন। তিনি বলেন, মোদী হেরে গিয়েছেন, ব্যর্থ হয়েছেন। এদিন রাহুলের সেসব আক্রমণের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, 'রাহুল গান্ধী বলছেন লকডাউনে লাভ হবে না। এই বিষয়টা তো তিনি তাঁর দলের বা জোটের মুখ্যমন্ত্রীদের বোঝাতে পারেন। দেখা যাচ্ছে তার দলের নেতারাই সবার আগে লকডাউন বাড়াচ্ছে। ওনার কথা কেউ শোনেন না, নাকি রাহুল গান্ধীর কথার কেউ দাম দেয় না।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Migrant labourer bjp PM Narendra Modi
Advertisment