মোদী সরকারকে বিরাট অঙ্কের টাকা দিচ্ছে আরবিআই

মোদী সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকার আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।

মোদী সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকার আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
RBI, আরবিআই, rbi news, আরবিআইয়ের খবর, modi govt, মোদী সরকার, মোদি সরকার, central govt, কেন্দ্রীয় সরকার

আগামী বছরের গোড়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে আর্থিক সাহায্য করতে রাজি হল আরবিআই। কেন্দ্রকে মোটা অঙ্কের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। মোদী সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকার আর্থিক সাহায্য করার কথা সোমবার জানিয়েছে আরবিআই। উল্লেখ্য, এর আগে কেন্দ্রকে আর্থিক সাহায্য করতে রাজি হননি আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। যা নিয়ে আরবিআই-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছিল। পরে মেয়াদ শেষের আগেই আচমকা ইস্তফা দিয়ে দেন উর্জিত প্যাটেল। শেষমেশ আরবিআইয়ের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের জমানাতেই এই ‘বড়’ সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন: কাশ্মীরিদের পাশে দাঁড়াতে যতদূর যেতে হয় যাব: ইমরান খান

Advertisment

src="https://www.youtube.com/embed/LS-oXHl_GXw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

জানা গিয়েছে, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের পর্যালোচনার পরই ২০১৮-১৯ অর্থবর্ষে উদ্বৃত্ত হিসেবে ১.২৩ লক্ষ কোটি টাকা ও অতিরিক্ত খাতে আরও ৫২ হাজার ৬৩৭ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে আরবিআই। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ওই পরিমাণ অর্থ ধাপে ধাপে কেন্দ্রকে সাহায্য করার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুন: চিদাম্বরম ফের সিবিআই হেফাজতে

Advertisment

উল্লেখ্য, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্কের অতিরিক্ত ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের পর্যালোচনার জন্য প্রাক্তন আরবিআই গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল যে, মোট অঙ্কের অন্তত ৫.৫ শতাংশ থেকে ৬.৮ শতাংশ পর্যন্ত রিয়েলাইজড ইক্যুইটি হিসেবে থাকা জরুরি। বিমল জালানের নেতৃত্বাধীন কমিটি সুপারিশ করেছিল, ৬.৫-৫.৫ শতাংশের মধ্যে রাখতে হবে রিয়েলাইজড ইক্যুইটি। সব দিক খতিয়ে দেখার পরই শেষমেশ কমিটির সমস্ত সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Read the full story in English

RBI