Advertisment

নীরব মোদীর বোনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি

এ বছরের মার্চ মাসে প্রথম চার্জ শিটেই পূর্বীর নাম উল্লেখ করেছিল ইডি। সম্প্রতি এই একই রকমের রেড কর্নার নোটিস জারি হয়েছে নীরব মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষকর্তা মিহির বনশালির বিরুদ্ধেও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নীরবের বোনের বিরুদ্ধেও এবার জারি হল ইন্টারপোলের রেড কর্নার নোটিস

২০ কোটি টাকা পিএনবি জালিয়াতি মামলায় নীরব মোদীর বোন পূর্বী মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। পূর্বী বেলজিয়ামের নাগরিক। ৪৪ বছরের পূর্বী দীপক মোদীকে এই তছরুপের মামলায় খোঁজা হচ্ছে, এবং রেড কর্নার নোটিস বাস্তবত আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা।আধিকারিকরা জানিয়েছেন, পূর্বীর বিরুদ্ধে রোড কর্নার নোটিস জারির আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তদন্তে পূর্বীর সহায়তা পাওয়া গেলে তদন্তের অগ্রগতিতে সুবিধা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন।

Advertisment

এ বছরের মার্চ মাসে প্রথম চার্জ শিটেই পূর্বীর নাম উল্লেখ করেছিল ইডি। মুম্বই পিএনবি-র ব্র্যাডি হাউস ব্রাঞ্চে জালিয়াতির ঘটনায় অভিযুক্ত করা হয় তাকে। ইন্টারপোলের দেওয়া তথ্য়ানুসারে পূর্বী ইংরেজি, হিন্দি ও গুজরাটি বলতে পারে এবং সে বেলজিয়ামের নাগরিক।

আরও পড়ুন, মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস এখনো দিল না ইন্টারপোল

একবার কোনও পলাতকের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হলে, ইন্টারপোল তার সদস্য ১৯২ টি দেশকে ওই ব্যক্তিকে চিহ্নিত করতে বলে, যাতে তাদের প্রত্যর্পণ বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালু করা যায়।

সম্প্রতি এই একই রকমের রেড কর্নার নোটিস জারি হয়েছে নীরব মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষকর্তা মিহির বনশালির বিরুদ্ধেও। তার বিরুদ্ধেও অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে।

বেশ কিছুদিন আগেই এই নোটিস জারি হয়েছে খোদ নীরব মোদীর বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে যৌথ তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই।

পিএনবি-র ১৩ হাজার কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত নীরব মোদি ও তার মামা মোহুল চোকসি। এ বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফেরার দুজনে।

Nirav Modi Mehul Choksi pnb scam PNB
Advertisment