Advertisment

দিল্লির রাজপথে বাংলার ‘সবুজসাথী’, উত্তরপ্রদেশের রামমন্দিরের ট্যাবলো

এবছরের অনুষ্ঠানে প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রদর্শিত হয় লাদাখের ট্যাবলো।

author-image
IE Bangla Web Desk
New Update

৭২তম প্রজাতন্ত্র দিবসে রাজধানী নয়াদিল্লিতে কুচকাওয়াজে প্রদর্শিত হল বাংলার সবুজ সাথী প্রকল্প। এবছরের কুচকাওয়াজে বাংলা ট্যাবলো সাজানো হয়েছিল সবুজসাথী প্রকল্পের আদলে। আরও চমক ছিল উত্তরপ্রদেশের সাংস্কৃতিক ট্যাবলোয়। এবার অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরের আদলে তৈরি করা হয়েছিল এই ট্যাবলো।

Advertisment

এবছরের অনুষ্ঠানে প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রদর্শিত হয় লাদাখের ট্যাবলো। লাদাখের স্থানীয় সংস্কৃতি, সম্প্রীতি এবং বিভিন্ন লোকসংস্কৃতিকে তুলে ধরা হয় সেই ট্যাবলোয়। বাংলার স্কুলপড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প সবুজসাথীকে এবারের বাংলার সাংস্কৃতিক ট্যাবলোতে প্রদর্শিত করা হয়।

আরও পড়ুন জামনগরের বিশেষ পাগড়ি পরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবার, প্রায় ফাঁকা দর্শকাসন রাজপথের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। মঙ্গলবার সকালে এক অন্যরকম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাক্ষী থাকল রাজধানী নয়াদিল্লি। গতবছর দর্শকের সংখ্যা যেখানে ছিল ১.২৫ লক্ষ, সেটা এবার কোভিড প্রোটোকল মেনে কমিয়ে করা হয়েছে ২৫ হাজার।

কমানো হয়েছে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ট্যাবলোর সংখ্যাও। ১৪৪ থেকে কমিয়ে সেটা করা হয়েছে ৯৬। ছিল না মোটরসাইকেল স্টান্ট। সাহসিকতার জন্য পুরস্কারপ্রাপ্ত শিশুদের মার্চ পাস্টও হয়নি। বিভিন্ন রাজ্য, মন্ত্রক ও সরকারি বিভাগের ট্যাবলোতে অংশগ্রহণকারীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়।

Republic Day
Advertisment