ব্রিটিশ মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তবে তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই।
ডাউনিং স্ট্রিটের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "ব্রিটিশ মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে ঋষি সুনককে নিয়োগ করতে পেরে রাণী প্রসন্ন"।
তবে সুনকই প্রথম ভারতীয় বংশোদ্ভূত নয়। বরিস জনসনের মন্ত্রিসভায় সুনকের আগেই স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন প্রীতি পাটেল।
আরও পড়ুন, সিএএ বিরোধিতায় কড়া পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত যোগীরাজ্যের চিকিৎসক
ঋষি সুনক এর আগে ব্রিটিশ মন্ত্রিসভায় অর্থ দফতরের মুখ্য সচিব হিসেবে কাজ করেছেন। গুরুত্বের দিক থেকে বিচার করলে অর্থমন্ত্রীর পরেই তাঁর স্থান ছিল। ২০১৫ সালে ব্রিটিশ সংসদে নির্বাচিত হয়েছিলেন সুনক।
কনঅজারভেটিভ পার্টির সাংসদ সুনকের জন্ম ১৯৮০ সালে। প্রথমে উইনচেস্টার কলেজ থেকে পাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থনীতি বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন