Road Accident in Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে গভীর খাদে সেনার গাড়ি, মৃত ২, আহত অনেকে, নাশকতা?

Road Accident in Jammu Kashmir: ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে পৌঁছেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিকরা।

Road Accident in Jammu Kashmir: ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে পৌঁছেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Road Accident in Jammu Kashmir

জম্মু-কাশ্মীরে গভীর খাদে সেনার গাড়ি, মৃত ২, আহত অনেকে, নাশকতা? Photograph: (ফাইল ছবি)

Road Accident in Jammu Kashmir:  জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তর কাশ্মীরের বান্দিপোরার কাছে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুই সেনার মৃত্যু খবর মিলেছে। আহত হয়েছেন আরও অনেকে।  

Advertisment

ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে পৌঁছেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিকরা। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার কোনও নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে বর্তমানে পুলিশ ও সেনা কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে।

শনিবার দুপুরে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে চাকা পিছলে যাওয়ায় সেনাবাহিনীর একটি ট্রাক পাহাড় থেকে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ২ সেনার  মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও তিন। তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৪ ডিসেম্বর দুর্ঘটনায় ৫ সেনা শহীদ হন

Advertisment

এর আগেও, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পথ দুর্ঘটনা সেনাবাহিনীর একটি গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। পুঞ্চ সেক্টরে অপারেশনাল ডিউটির সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত হন পাঁচ সেনা।

Jammu-Kashmir