EPFO ATM Card And Mobile App: পিএফ গ্রাহকদের জন্য বড় চমক! এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে সামনে এসেছে বিরাট আপডেট। 'নতুন সফ্টওয়্যার থেকে এটিএম কার্ড' নতুন বছরেই খুশির খবর দিতে চলেছে মোদী সরকার।
নতুন বছরে EPFO-এর পুরো চিত্রটাই পাল্টে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। জুন থেকে সরকার EPFO অ্যাকাউন্টধারীদের এটিএম কার্ড দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে। এবিষয়ে বড় আপডেট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেছেন, ইপিএফও 3.0 চালু হওয়ার পর যখন ইপিএফও অ্যাকাউন্টধারীদের এটিএম কার্ড দেওয়া হবে, টাকা তোলা এখন আগের থেকে আরও সহজ হতে চলেছে। প্রথম পর্বের কাজ জানুয়ারির মধ্যেই শেষ হবে বলেও জানানো হয়েছে।
২০২৪ সালের শেষের দিকে, শ্রম সচিব সুমিতা দাওরা জানিয়েছিলেন,২০২৫ সালের মধ্যে EPFO গ্রাহকরা তাদের PF-এ জমা করা পরিমাণ ATM-এর মাধ্যমে তুলতে পারবেন। তিনি এও বলেছিলেন যে কোনও পিএফ অ্যাকাউন্টধারী তার অ্যাকাউন্টের মোট পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত অর্থ তুলতে পারবেন।
৯% সুদ! ফিক্সড ডিপোজিট থেকে পান সেরা রিটার্ন, জানুয়ারিতেই লক্ষ্মীলাভের সেরা সুযোগ
পিএফ গ্রাহকদের জন্য বড় চমক! EPFO-এর নতুন সফ্টওয়্যার আপডেট করার পাশাপাশি এর নতুন মোবাইল অ্যাপও নিয়ে আসার কাজ চলছে। এই মোবাইল অ্যাপের সাহায্যে, অ্যাকাউন্টধারীরা অ্যাকাউন্ট সংক্রান্ত নানান আপডেট এক ক্লিকেই জানতে পারবেন। পাশাপাশি EPFO পেনশনভোগীরা এখন যেকোনো ব্যাঙ্ক থেকে পেনশন তুলতে পারবেন। EPFO সারা দেশে তার সমস্ত আঞ্চলিক অফিসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) বাস্তবায়ন সম্পন্ন করেছে। শুক্রবার এই তথ্য দিয়ে শ্রম মন্ত্রক জানিয়েছে যে ৬৮ লক্ষেরও বেশি পেনশনভোগী এতে উপকৃত হবেন।