/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/robert-priyanka-759.jpg)
রবার্ট বঢরা ও প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: টুইটার।
লোকসভা ভোটের আগে কংগ্রেসের ধুকপুকানি বাড়ালেন রবার্ট বঢরা। আর্থিক তছরুপের মামলায় বুধবার ইডি দফতরে হাজিরা দিলেন রবার্ট। তবে এদিন রবার্টের ইডি হাজিরায় চমক হিসেবে রইলেন প্রিয়াঙ্কা গান্ধী। স্বামীর সঙ্গেই এদিন ইডি দফতরে আসেন প্রিয়াঙ্কা। ইডি দফতরের গেট পর্যন্ত রবার্টকে ছেড়েই সঙ্গে সঙ্গেই ফিরে যান রাহুলের বোন। যাওয়ার আগে প্রিয়াঙ্কা অবশ্য বলে গেলেন, ‘‘পরিবারের পাশেই আছি।’’
অন্যদিকে, রবার্ট বঢরাকে ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবার্টের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সকলকে নোটিস পাঠাচ্ছে। আমরা পাশে আছি। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে থাকব, সিদ্ধান্ত নেওয়া হবে।’’
লন্ডনে ১.৯ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির একটি মামলায় নাম জড়িয়েছে রবার্টের। গত সপ্তাহেই এ মামলায় রবার্টকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল দিল্লি আদালত। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তদন্তে সহযোগিতার জন্য তাঁকে নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন, ‘রাজীব কাণ্ডে’ তোলপাড় সিবিআই, খবর ফাঁস করছে কে?
#WATCH Robert Vadra accompanied by Priyanka Gandhi Vadra arrived at the Enforcement Directorate office to appear in connection with a money laundering case. Priyanka Gandhi Vadra left soon after. #Delhipic.twitter.com/WI8qlLtF0X
— ANI (@ANI) February 6, 2019
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, লন্ডনে বঢরার স্থাবর সম্পত্তির লেনদেন, বেচাকেনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। আর্থিক তছরুপের মামলায় বঢরার বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও তদন্তসংস্থার মুখোমুখি বলেন রবার্ট। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বঢরা। ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে বলে সরব হয়েছেন রবার্ট।
আরও পড়ুন, কেন প্রিয়াঙ্কা গান্ধীর উপরে পূর্ব উত্তর প্রদেশের ভার?
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর, দিল্লি ও বেঙ্গালুরুতে তল্লাশি অভিযান চালায় ইডি। নয়া দিল্লির সুখদেব বিহারে বঢরার অফিসেও সেসময় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Read the full story in English