Advertisment

সংরক্ষণ প্রথা বজায় রাখতে চাইছে আরএসএস

এর আগে, গত অগাস্ট মাসে সংরক্ষণপন্থী ও সংরক্ষণ বিরোধীদের মধ্যে বিতর্কের আহ্বান করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

author-image
IE Bangla Web Desk
New Update
Rss, Reservation

ফাইল ছবি (ইন্ডিয়ান এক্সপ্রেস)

আপাতত সংরক্ষণ প্রথা বজায় থাকুক, এমনটাই চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংগঠনের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে সাংবাদিকদের সামনে বলেছেন, যতদিন সংরক্ষণের মাধ্যমে উপকৃত গোষ্ঠী মনে করেন যে সংরক্ষণের প্রয়োজন রয়েছে, ততদিন তা বহাল থাকা উচিত। পুষ্করে সংঘের তিন দিনের সমন্বয় বৈঠকের শেষ দিনে এ কথা বলেন দত্তাত্রেয়।

Advertisment

এখানেই শেষ করেননি তিনি। বলেছেন, সংরক্ষণের কথা সংবিধানে যে ভাবে উল্লিখিত রয়েছে, তাকে পুরোপুরি সমর্থন করে তাঁদের সংগঠন।

আরও পড়ুন, ৩৭১ ধারায় হাত দেবে না সরকার: অমিত শাহ

সোমবার তিনি বলেন, "আমাদের সমাজে সামাজিক ও আর্থিক বৈষম্য রয়েছে এবং সে জন্যই সংরক্ষণ জরুরি... সংবিধানে যে ভাবে সংরক্ষণকে বাধ্যতামূলক রাখা রয়েছে, তাকে আমরা পূর্ণত সমর্থন করি।"

এর আগে, গত অগাস্ট মাসে সংরক্ষণপন্থী ও সংরক্ষণ বিরোধীদের মধ্যে বিতর্কের আহ্বান করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

মোহন ভাগবত বলেছিলেন, তিনি এর আগে সংরক্ষণ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তাতে প্রচুর গোলযোগ সৃষ্টি হয় এবং গোটা আলোচনা বিষয়চ্যুত হয়ে পড়ে।

তিনি বলেন, যাঁরা সংরক্ষণের পক্ষে তাঁদের কথা বলা উচিত সংরক্ষণ বিরোধীদের আগ্রহের দিকগুলি মাথায় রেখে, তেমনই, সংরক্ষণ বিরোধীদেরও উল্টোপক্ষের যুক্তি ও আগ্রহের কথা মাথায় রেথে আলোচনা করা উচিত।

আরও পড়ুন, ওরা ক্ষমতা দেখাচ্ছে: রোমিলা থাপার

ভাগবত বলেছিলেন সংরক্ষণ নিয়ে যে কোনও আলোচনাতেই তীব্র ক্রিয়া ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, কিন্তু আসলে সমাজের বিভিন্ন অংশকে সমন্বয়ের দিক মাথায় রেখে এ ব্যাপারে আলোচনায় অগ্রসর হওয়া উচিত।

এর আগে আরএসএস প্রধান সংরক্ষণ নীতির পর্যালোচনার কথা তোলার পর বেশ কিছু দল ও জাতি গোষ্ঠীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Read the Full Story in English

Reservation RSS
Advertisment