Advertisment

অশান্ত রাজধানীতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব সরকারের: আরএসএস

‘‘আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। যেসব এলাকা এখনও অশান্ত, সেখানে শান্তি ফেরাক সরকার’’।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi violence, দিল্লি হিংসা, আরএসএস, দিল্লি হিংসা আরএসএস, rss on delhi violence, সুরেশ যোশী, rss general secretary, indian express bangla

সুরেশ যোশী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লিতে হিংসার ঘটনায় মুখ খুলল আরএসএস। অবিলম্বে দিল্লিতে শান্তি ফেরানো হোক, কেন্দ্র সরকারক এমন বার্তাই দিয়েছেন আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশী। বৃহস্পতিবার এ প্রসঙ্গে সাংবাদিকদের যোশী বলেন, ‘‘আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। যেসব এলাকা এখনও অশান্ত, সেখানে শান্তি ফেরাক সরকার’’। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে দিল্লিতে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৩৭, জখমের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

Advertisment

দিল্লিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হন সোনিয়া গান্ধী, মনমোহন সিংরা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, ‘‘আমরা রাষ্ট্রপতিকে স্বারকলিপি দিয়েছি। কেন্দ্র ও দিল্লি সরকার নীরব দর্শকের মতো আচরণ করছে। রাষ্ট্রপতি আমাদের দাবি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন’’। এ প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘‘হিংসার ঘটনা জাতীয় লজ্জা’’। তিনি আরও বলেন, ‘‘গত ৪দিন ধরে দিল্লিতে যা হচ্ছে, সে ব্যাপারে রাষ্ট্রপতিকে জানিয়েছি আমরা। খুবই উদ্বেগের বিষয়। কেন্দ্র সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে’’।

আরও পড়ুন: Delhi violence LIVE updates: দিল্লি হিংসায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের মামলায় কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় হাইকোর্টের

অন্যদিকে, বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় কেন্দ্র সরকারকে ৪ সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে এদিন বাড়তি সময় চায় কেন্দ্র। আদালতে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,যথাযথ সময়ে এফআইআর দায়ের করা হবে। এজন্য আদালতে বাড়তি সময়ের আর্জি জানান সলিসিটর জেনারেল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment