Advertisment

সময় পেরিয়েছে! এখনও ৩ কোটি ৪০ লক্ষ মানুষ কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের বাইরে

Covid Vaccination: একটা সময় ১০০% টিকাকরণ করে বিশ্বে নজর কেড়েছিল ইজরায়েল। সে দেশেই করোনার চতুর্থ ঢেউয়ের ছোঁয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Covid Vaccination: প্রায় ৩ কোটি ৪০ লক্ষ ভারতীয় এখনও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পায়নি। এক আরটিআইয়ের জবাবে এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। কোভ্যাকসিন গ্রহীতাদের জন্য এই সংখ্যা প্রায় ৪৬ লক্ষ ৭৮ হাজার ৪০৬। এদিকে ব্রিটিশ এক সমীক্ষায় দাবি করা হয়েছে, ফাইজার কিংবা অক্সফোর্ড টিকা ডেল্টা প্রজাতির সংক্রমণে অনেক কার্যকরী।

Advertisment

অপরদিকে একটা সময় ১০০% টিকাকরণ করে বিশ্বে নজর কেড়েছিল ইজরায়েল। সে দেশেই করোনার চতুর্থ ঢেউয়ের ছোঁয়া। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক গত দু’সপ্তাহে পাল্লা দিয়ে দ্বিগুণ হয়েছে দৈনিক সংক্রমণ। ক্রমশ বিশ্বের কাছে কোভিড হটস্পট রাষ্ট্রে পরিণত হচ্ছে একসময় করোনাকে বাগে আনা ইজরায়েল।

ফের লকডাউনের ভাবনাচিন্তার মধ্যেই গণজমায়েত রোধে একাধিক জায়গায় বিধিনিষেধ আরোপে উদ্যোগী হয়েছে সে দেশের সরকার। এদিকে, করোনা নিয়ে উদ্বেগ জারি দেশে৷ তবে স্বস্তি বাড়িয়ে গত ১৪৯ দিনের মধ্যে কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা৷ দৈনিক সংক্রমণ গতকালের চেয়ে সামান্য বেড়েছে৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৬ হাজার ৪০১ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৫৩০৷

করোনার দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ যাচ্ছে না৷ প্রায় প্রতিদিনই ওঠানামা করছে সংক্রমণ-গ্রাফ৷ বৃহস্পতিবার ফের বেড়েছে দৈনিক সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৩৬ হাজার ৪০১ জন৷ দেশের মধ্যে অধিকাংশ রাজ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও চিন্তা বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪২৭ জন৷ মহারাষ্ট্রে একদিনে নতুন করে করোনায় সংক্রমিত ৫ হাজার ১৩২ জন৷ দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ১৫৭ জন৷

আরও পড়ুন- “কোনও টাকা-পয়সা নিয়ে পালাইনি”, ভিডিও বার্তায় অভিযোগ ওড়ালেন আফগান প্রেসিডেন্ট

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৩ লক্ষের কিছু বেশি মানুষ৷ ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৮০ জন৷ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন৷ গত ১৪৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন৷ বুধবার পর্যন্ত ৫৬ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার ৪৩৩ জন করোনার টিকা পেয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ৫৬ লক্ষ ৩৬ হাজার ৩৩৬ জন করোনার টিকা পেয়েছেন৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

RTI Second Dose Covishield Covaxin
Advertisment