/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/UKRAINE_SITUATION.jpg)
রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই বিপাকে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিক, বিশেষ করে পড়ুয়ারা। রুশ হামলা শুরু হতেই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। তাতে বিপাকে পড়েছেন ভারতীয়রা। ইউক্রেন থেকে নাগরিকদের উদ্ধার করতে প্ল্যান-বি নিল ভারত।
কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে একটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইউক্রেন থেকে ভারতে ফেরার সমস্ত বিশেষ বিমান বাতিল করা হয়েছে। কারণ, ইউক্রেন আকাশপথ বন্ধ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে ভারতীয় দূতাবাসের নির্দেশিকা প্রকাশ করেছেন।
আরও পড়ুন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঝাঁজ পাইকারি বাজারে, উর্ধ্বমুখী হবে ভোজ্য তেলের দাম
তাতে বলা হয়েছে, "নাগরিকদের উদ্ধার করতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে ভারত। দূতাবাস সমস্ত রকম সহযোগিতা করবে নাগরিকদের। বন্দোবস্ত পাকা হলেই বিস্তারিত জানানো হবে। ভারতীয়দের ইউক্রেনের পশ্চিম প্রান্তে স্থানান্তর করা হতে পারে। সমস্ত নাগরিকদের জানানো হচ্ছে, তাঁরা যেন সবসময় সঙ্গে পাসপোর্ট এবং জরুরি নথিপত্র রাখেন।"
@IndiainUkraine issues a fresh advisory for all Indian Nationals/Students in Ukraine.
Alternative arrangements are being made for evacuation of our citizens.
📞 Additional 24*7 helplines:
+38 0997300428
+38 0997300483
+38 0933980327
+38 0635917881
+38 0935046170 pic.twitter.com/95EHCPSOKy— Arindam Bagchi (@MEAIndia) February 24, 2022
আরও পড়ুন Russia-Ukraine Crisis Live: রাশিয়ার ছোড়া গোলায় নিহত বহু, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন
সূত্রের খবর, এয়ারলিফট করে ইউক্রেনের পশ্চিম প্রান্তে নিয়ে যাওয়া হতে পারে ভারতীয় নাগরিকদের। সেক্ষেত্রে নিরাপদ আশ্রয়ে তাঁদের রাখা হবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইউক্রেনে থাকা ভারতীয়দের আরও নির্দেশ দেওয়া হয়েছে, দূতাবাসের ওয়েবসাইটে নজর রাখার জন্য। এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং টুইটারে সমস্ত আপডেটে নজর রাখার জন্য।
আরও পড়ুন Explained: রাশিয়া না ইউক্রেন, সামরিক শক্তিতে কে এগিয়ে?
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করতেই ইউক্রেন এয়ার মিশন নোটিস দারি করে, সকাল সাড়ে সাতটা নাগাদ অসামরিক বিমান পরিবহনে বিঘ্নের আশঙ্কা উল্লেখ করে আকাশসীমা বন্ধ করে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান কিয়েভের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে দশটা নাগাদ সেটি ইরানের আকাশসীমায় ছিল।