ভারতে ১৭ জনের দেহে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রয়োগ

রবিবার পুনের একটি হাসপাতালে ১৭ জন স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হল রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন।

রবিবার পুনের একটি হাসপাতালে ১৭ জন স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হল রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশে এখন ভ্যাকসিন উৎপাদন নিয়ে রীতিমতো শোরগোল। সম্প্রতি ভারত বায়োটেকের টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। যদিও ভারত বায়োটেকের তরফে জানিয়ে দেওয়া হয় এই ভ্যাকসিন নিরাপদ। এরই মধ্যে রবিবার পুনের একটি হাসপাতালে ১৭ জন স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হল রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন।

Advertisment

রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তৈরি করেছে এই ভ্যাকসিন। রিপোর্ট অনুযায়ী ভারত রাশিয়ার থেকে ১০ কোটি ভ্যাকসিন ডোজ কিনেছে।

আরও পড়ুন, ভ্যাকসিন না কি ‘স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা’ কোনটি বেশি ভাল?

Advertisment

ক্লিনিকাল রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান ডা: এস কে রাউত বলেন, "মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অংশ হিসেবে ১৭ জন স্বেচ্ছাসেবকের দেহে এই স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। যাদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ হয়েছে আগামী কয়েক সিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে।"

এদিকে, ব্রিটেন ও বাহারিনের ছাড়পত্রের পর এবার ভারতে টিকাকরণের জন্য দরুরি ভিত্তিতে অনুমতি চাইল মার্কিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার। এই প্রথম কোনও সংস্থার তরফে এ দেশে টিকাকরণের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে অনুমতি চাওয়া হল।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন