Advertisment

বিতর্কে 'সেক্রেড গেমস', নেটফ্লিক্স, নওয়াজের বিরুদ্ধে থানায় অভিযোগ

'সেক্রেড গেমস' সিরিজের একটি দৃশ্যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে অপমানজনক কথা বলা হয়েছে, এই মর্মে নেটফ্লিক্সের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্যের এক কংগ্রেস কর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
sacred games, সেক্রেড গেমস

বিতর্কে নেটফ্লিক্সের ওয়েবসিরিজ 'সেক্রেড গেমস'। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের প্রথম পলিটিক্যাল ড্রামা আখ্যা দিয়ে চলতি মাসের ৬ তারিখ নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছিল নেটফ্লিক্স। সেই সিরিজ নিয়েই এখন বিপাকে পড়তে হল নেটফ্লিক্স কর্তৃপক্ষকে। ওয়েব সিরিজের নাম 'সেক্রেড গেমস'। প্রিমিয়ারের চারদিনের মাথাতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই সিরিজ। একটি দৃশ্যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে অপমানজনক কথা বলা হয়েছে, এই মর্মে নেটফ্লিক্সের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্যের এক কংগ্রেস কর্মী। কলকাতার গিরিশ পার্ক থানায় দায়ের করা তাঁর অভিযোগে কংগ্রেস কর্মী রাজীব কুমার সিনহা শুধু নেটফ্লিক্সই নয়, এই সিরিজের অন্যতম অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নামও যোগ করেছেন। সিরিজের প্রযোজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন রাজীববাবু।

Advertisment

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রাজীববাবু বলেন, ''প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সম্পর্কে কটূ কথা বলা হয়েছে। সিরিজের একটি দৃশ্যে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন যে উনি ভীতু ছিলেন। বলা হয়েছে, হিন্দুদের খুশি করার জন্য রামায়ণ সিরিয়াল শুরু করা হয়েছিল। আরও বলা হয়েছে যে, রাজীব গান্ধী দেশকে পুড়িয়ে দিয়েছেন।'' এ প্রসঙ্গে তিনি আরও বলেন ''ওই দৃশ্যে যা বলা হয়েছে তার কোনও ভিত্তি নেই, এসব করে ভুল ইতিহাস প্রচার হচ্ছে। তাই অভিযোগ জানিয়েছি। আমি চাই, এর তদন্ত হোক।''

netflix, নেটফ্লিক্স গিরিশ পার্ক থানায় দেওয়া সেই অভিযোগ পত্র।

এ ব্যাপারে রাজীববাবু লালবাজারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান তিনি। যদিও এ ব্যাপারে লালবাজারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুধু অভিযোগই নয়, এফআইআর করেছেন বলে দাবি রাজীববাবুর। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, "দু তিন দিনের মধ্যে এফআইআর নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে।"

আরও পড়ুন, ‘বাহুবলী’র প্রিক্যুয়াল নিয়ে আসছে নেটফ্লিক্স

২০০৬ সালে প্রকাশিত বিক্রম চন্দ্রর থ্রিলার উপন্যাসের আদলে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ, পরিচালনায় অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মোতওয়ানে। নওয়াজউদ্দিন ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন সইফ আলি খান এবং রাধিকা আপ্তে। একজন পুলিশ অফিসারকে ঘিরে তৈরি হয়েছে এই সিরিজের বুনন। মুম্বইয়ে জঙ্গি হামলার হুমকি দেয় এক অপরাধী। সেই হুমকি পাওয়ার পরই কীভাবে ওই পুলিশ অফিসার হামলা ঠেকানোর তোড়জোড় করেন, তারই খুঁটিনাটি নিয়ে 'সেক্রেড গেমস'।

kolkata police Nawazuddin Siddiqui
Advertisment