Advertisment

সমগোত্রে বিয়ে বিজ্ঞান বিরোধী, খাপের পাশে মুখ্যমন্ত্রী

'খাপ পঞ্চায়েতের একটি কথা একদম ঠিক। ওদের মতে, একই গ্রামে একই গোত্রে বিয়ে করা উচিত নয়। আমারও সেটা মনে হয়। আর বৈজ্ঞানিকভাবেও তা প্রমাণিত।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সমগোত্রে বিয়ের বিরুদ্ধে কাপ পঞ্চায়েত।

সমগোত্রীয় বিয়েতে আপত্তি জানিয়ে খাপ পঞ্চায়েতের পাশে দাঁড়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। সমগোত্রীয় বিয়েকে মান্যতা দেয় না খাপ পঞ্চায়েত। এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী খট্টর।

Advertisment

আরও পড়ুন: ‘মৃত ইঁদুর’, সনিয়াকে করা খট্টরের মন্তব্যের বিরোধীতায় কংগ্রেস

পঞ্চকুলায় এক অনুষ্ঠানে মনোহরলাল খট্টর বলেন, বক্তৃতা দিতে গিয়ে সম্প্রতি খাট্টার বলেন, 'বর্তমানে আমাদের এখানে খাপ পঞ্চায়েতের বদনাম করা হয়। কিন্তু খাপ পঞ্চায়েতের একটি কথা একদম ঠিক। ওদের মতে, একই গ্রামে একই গোত্রে বিয়ে করা উচিত নয়। আমারও সেটা মনে হয়। আর বৈজ্ঞানিকভাবেও তা প্রমাণিত।’‌ এর সঙ্গেই তিনি খাপ পঞ্চায়েতের সঙ্গে ভগবানের তুলনা করে বলেন, ‘‌সবার উচিত খাপ পঞ্চায়েতের সম্মান করা। এটা ভগবানের সমান। আমাদের পুরনো সংস্কৃতি এই খাপ পঞ্চায়েত। এটি কেবল রায় জানায় না, সমস্ত সামাজিক সমস্যার সমাধানেও সাহায্য করে।' গত বছরই সুপ্রিম কোর্ট রায়ে জানায়, প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ চাইলে সংগোত্রে বিয়ে খাপ পঞ্চায়েত আটকাতে পারে না।

আরও পড়ুন: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ১

খট্টর জানান, 'একই গ্রামে একই গোত্রের ছেলে-মেয়ে ভাই বোন বলে বিবেচিত হন। তারা যদি বিয়ে করে তবে সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হয়।' একথা বলতে গিয়ে গুজরাটের কথা তুলে ধরেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'গুজরাটে মেয়েদের বোন ও ছেলেদের বাই বলে ডাকা হয়। বিয়ে হল ঐতিহ্যের পরম্পরা। আমরাই যদি সমগোত্রে বিয়ে করে অপরাধ করি তবে অন্যরাও তা করবে।'

Read the full story in English

bjp haryana
Advertisment