ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে পারে সৌদি আরব

ভারতের শক্তি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌদি আরব। ভারতের ১৭ শতাংশ অপরিশোধিত তেল এবং ৩২ শতাংশ গ্যাসের চাহিদা মেটায় সৌদি।

ভারতের শক্তি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌদি আরব। ভারতের ১৭ শতাংশ অপরিশোধিত তেল এবং ৩২ শতাংশ গ্যাসের চাহিদা মেটায় সৌদি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের শিল্পক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে সৌদি আরব

একদিকে যখন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মোকাবিলা করতে চিন্তিত ভারত সরকার, সেই সময় ভারতের বাজারের দিকে লক্ষ্য রেখেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের চিন্তাভাবনা শুরু করল সৌদি আরব। পেট্রোকেমিকাল, পরিকাঠামো, কৃষি এবং খনি-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে প্রায় ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা জানাল সৌদি আরব সরকার। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌদি আরবের রাষ্ট্রদূত সাউদ বিন মহাম্মদ আল সাতি জানিয়েছেন, তেল, গ্যাস এবং খনিজ দ্রব্যর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভারতের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করার চিন্তাভাবনা করছে সৌদি সরকার। তিনি আরও বলেন, "বিনিয়োগের জন্য ভারত খুব গুরুত্বপূর্ণ একটি দেশ। তাই পেট্রোকেমিক্যাল, পরিকাঠামো, কৃষি ও খনি-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ১০ হাজার কোটি ডলার (সাত লক্ষ কোটি টাকা) বিনিয়োগের কথা ভাবছে সৌদি আরব।"

Advertisment

আরও পড়ুন- “কোথায় নিষেধাজ্ঞা? ওসব আপনাদের মনের ভিতর রয়েছে"

ভারতে বিনিয়োগের প্রসঙ্গে রিলায়েন্স এবং সৌদির তেল সংস্থা অ্যারামকো-র যৌথ অংশীদারিত্বের প্রসঙ্গ তুলে ধরেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, "ইতিমধ্যেই সৌদির অ্যারামকো ভারতের রিলায়েন্সের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে ভারতের শক্তি উৎপাদন ক্ষেত্র যেমন মহারাষ্ট্রের পেট্রোকেমিকাল এবং পশ্চিম উপকূলের তেল সংশোধনাগার প্রকল্পে প্রায় ৪৪ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।"

আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক থেকে আরও ৩০ হাজার কোটি টাকা নিতে পারে কেন্দ্র

Advertisment

উল্লেখ্য, ভারতের শক্তি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌদি আরব। ভারতের ১৭ শতাংশ অপরিশোধিত তেল এবং ৩২ শতাংশ গ্যাসের চাহিদা মেটায় সৌদি। সৌদি রাষ্ট্রদূতের বক্তব্য, সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমন ২০৩০ সালের মধ্যে এই দুই দেশের বাণিজ্যর ক্ষেত্রে প্রসার ঘটানোর ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছেন। এমনকি অর্থনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, সাংস্কৃতিক এবং প্রযুক্তির ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সৌদি সরকারের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত।

Read the full story in English

India saudi arabia