Advertisment

Electoral Bond: SBI-কে ধমক শীর্ষ আদালতের! যথাযথ নির্দেশ কেন মানা হয়নি প্রশ্ন তুলে জারি নোটিস

নির্বাচন কমিশনকে দেওয়া ডেটাতে কেন কোনও বন্ড নম্বর নেই প্রশ্ন তুললেন সিজেআই।

author-image
IE Bangla Web Desk
New Update
SC Electoral Bonds

শুক্রবার একটি আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ করেছে।

নির্বাচনী বন্ড সংক্রান্ত ইতিমধ্যেই কমিশনের কাছে হস্তান্তর করে এসবিআই। কিন্তু বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশে যথাযথ ভাবে মানা হয়নি আদালতের নির্দেশ। এমনই অভিযোগে নির্বাচনী বন্ড মামলায় এবার এসবিআই-কে নোটিস জারি করল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে দেওয়া ডেটাতে কেন কোনও বন্ড নম্বর নেই প্রশ্ন তুললেন সিজেআই।

Advertisment

নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্ট SBI-কে নির্বাচনী বন্ড নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে। সাংবিধানিক বেঞ্চ আজ বলেছে, আগের নির্দেশে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে কে, কবে কত টাকার বন্ড কিনেছিল, এবং সেই বন্ড থেকে কোন রাজনৈতিক দল অনুদান পেয়েছে তার সবটাই প্রকাশ করতে হবে। এসবিআই আদালতের নির্দেশ সত্ত্বেও কেন সেই সংক্রান্ত তথ্য বিশদে কমিশনকে দেয়নি প্রশ্ন তুলে জানতে চাইল শীর্ষ আদালত। এই আবহে ১৮ মার্চের মধ্যে এই ইস্যুতে এসবিআই-এর থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। শীর্ষ আদালতের কথায়, 'ঠিক ভাবে নির্দেশ মানেনি এসবিআই'।

নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (এসবিআই) বন্ডের নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে। বন্ডের নম্বর কেন প্রকাশ করা হয়নি তা জানতে চেয়ে নোটিশ জারি করেছেন আদালত। মামলার পরবর্তী শুনানি হবে সোমবার অর্থাৎ ১৮ মার্চ। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিতর্কিত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তার ওয়েবসাইটে আপলোড করেছে ।

আরও পড়ুন : B S Yediyurappa: নাবালিকাকে যৌন নির্যাতন! মারাত্মক অভিযোগে ভোটের আগে চরম বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা

আরও পড়ুন : Electoral bond: সাধারণ শ্রমিক থেকে ‘লটারি কিং’! পাঁচ বছরে হাজার হাজার কোটির রাজনৈতিক অনুদান, কে এই ব্যক্তি ?

Electoral Bond
Advertisment