দখলবিরোধী অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লির শাহিনবাগ। কয়েকশো মানুষ দখলবিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। উচ্ছেদ করতে আসা দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসডিএমসি) কর্মীদের বাধা দিলেন। তার মধ্যেই দখলদার বিরোধী অভিযান রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিপিএম। কিন্তু, সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করল না। উলটে, দিল্লি হাইকোর্টে আবেদনের পরামর্শ দিল। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, যতক্ষণ না আইন ভাঙছে, ততক্ষণ শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে পারে না। আদালতের এই ভাবনা কার্যত দখলবিরোধী অভিযানের পক্ষেই গিয়েছে বলে মনে করছে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন।
সুপ্রিম কোর্ট আবেদন ফিরিয়ে দেওয়ার আগে শাহিনবাগ এলাকা দখলদার মুক্ত করতে সোমবার রীতিমতো কোমর বেঁধে নেমেছিল দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আনা হয়েছিল বুলডোজার। ছিল ব্যাপক পুলিশের উপস্থিতিও। তাঁদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। পালটা বাধা দিতে জড় হয়েছিলেন স্থানীয় মানুষজন। পুরুষদের পাশাপাশি সেই দলে মহিলারাও ছিলেন। ছিল নাবালকরাও। গোটা ঘটনায় এলাকা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শাহিনবাগ, কালিন্দী কুঞ্জ, জইতপুর, সরিতা বিহার, মথুরা রাজ-সহ বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন। তাঁরা দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন, স্লোগান দেন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের বাধায় দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা উচ্ছেদ না-করেই ফিরে যেতে বাধ্য হন।
আরও পড়ুন- তখন যে টাকায় দুটো মিলত, এখন মেলে একটা সিলিন্ডার, কটাক্ষ রাহুলের
ইয়াসির ইমাম নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন যে মিউনিসিপ্যালিটির লোকজন তাঁদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। দিল্লি পুলিশও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযানে পুরকর্মীদের সুরক্ষা দিচ্ছিল। এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার ঈশা পাণ্ডে জানিয়েছেন, 'এই অভিযান চলবে। আদালত বাধা না-দিলে মিউনিসিপ্যালিটি অভিযান চালাবে বলেই তাঁদের জানানো হয়েছে। সেক্ষেত্রে দিল্লি পুলিশ মিউনিসিপ্যালিটির কর্মীদের সুরক্ষা দেবে। প্রয়োজনে আরও বেশিসংখ্যক পুলিশ এলাকায় মোতায়েন করা হবে। কিন্তু, কাউকে আইন-শৃঙ্খলা ভাঙতে দেওয়া হবে না।' এর আগে যথেষ্টসংখ্যক পুলিশকর্মী না-থাকায় দক্ষিণ দিল্লিতে শ্রীনিবাসপুরী ও শাহিনবাগের কাছে কালিন্দী-জামিয়া নগর এলাকায় উচ্ছেদ অভিযান গত সপ্তাহে শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
Read story in English