Dhanbad Crime News: ৮০ জন ছাত্রীকে শার্ট খুলে ফেলতে বাধ্য করলেন বেসরকারি স্কুলের প্রিন্সিপ্যাল। ঘটনার কথা জানাজানি হতেই শুরু প্রবল বতর্ক। তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
ঝাড়খণ্ডের নামী এক বেসরকারি স্কুলের প্রিন্সিপ্যালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ৮০ জন ছাত্রীকে শার্ট খুলে ফেলতে বাধ্য করেন তিনি। এমনই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ঘটনার কথা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে দশম শ্রেণির পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে শেষবার দেখার সময় শার্টে একে অপরের উদ্দেশে নানান কথা লিখেছিল ছাত্রীরা। তাতেই রেগে আগুন হন প্রিন্সিপ্যান। এর পরই ছাত্রীদের শার্ট খোলার নির্দেশ দেন তিনি। অনেক কান্নাকাটির পরও মেলেনি রেহাই। অবশেষে শার্টের উপরে থাকা ব্লেজার পরে কোনরমকে লজ্জা নিবারণ করে বাড়ি ফেরেন তারা সকলে।
ঘটনার জেরে রাজ্যে রাজনৈতিক তোলপাড় পড়ে গিয়েছে। ঝাড়িয়ার বিধায়ক রাগিনী সিং অধ্যক্ষের এই কর্মকাণ্ডকে 'তালেবানী কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন এবং জেলা শাসককে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
ধানবাদের ডেপুটি কমিশনার (ডিসি) মাধবী মিশ্র জানিয়েছেন,অভিভাবকরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলেছি। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ঝাড়িয়ার বিধায়ক রাগিনী সিং এই ঘটনাকে "লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছেন।