Advertisment

ভবিষ্যতের প্রতি বিজ্ঞানীদের দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী

'বিজ্ঞান নুডলস নয় যে, জলদি দু’মিনিটে তৈরি হয়ে যাবে। এখানে চটজলদি সংস্কৃতি চলে না। গবেষণা, আবিষ্কার অনেক দীর্ঘমেয়াদি ধৈর্যের বিষয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী ভাষণেই পরবর্তী প্রজন্মের প্রতি বিজ্ঞানীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি। সমাজের সমস্যাগুলির যাতে দীর্ঘমেয়াদী সমাধান হয় সেই লক্ষ্যে বিজ্ঞানীদের কাজ করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী।

Advertisment

ভাষণের শুরুতেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যের কথা তুলে ধরেন। মোদী বলেন, 'এবারের ভাবনা ‘RISEN’। যার মানে গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানের মাধ্যমে দেশকে শক্তিশালী করে তোলা। বিশ্বে কোনও দেশ নেই যারা বিজ্ঞানের অগ্রগতি ছাড়া উন্নতির দিকে এগিয়েছে। বিজ্ঞান-প্রযুক্তিতে আমাদের গৌরবজ্জ্বল অতীত রয়েছে। বর্তমানেও বহু প্রতিভার বিকাশ হচ্ছে। ভবিষ্যতে তা যাতে আরও বৃদ্ধি পায়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।'

আরও পড়ুন: অ্যাস্ট্রোফিজিক্স বক্তৃতায় হাজির ১, ৫৯৮ পড়ুয়া, গিনেস রেকর্ডে নাম কলকাতার

প্রয়োজনের সঙ্গে সঙ্গে অজানার প্রতি আগ্রহই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আদি কাল থেকে মানুষের মধ্যে অজানার প্রতি একটা ভয় ছিল। আতঙ্ক কাজ করত। কিন্তু তার উৎসের সন্ধান করতে গিয়েই নানা যুগান্তকারী আবিষ্কার হয়েছে।' তাঁর কথায়, 'আগে প্রয়োজনের নিরিখে আবিষ্কার হত। আর এখন আবিষ্কার নতুন নতুন প্রয়োজনের জন্ম দিচ্ছে।'

বিজ্ঞান চর্চা ও আবিষ্কারের জন্য ধৈর্যের দরকার বলে সতর্ক করে দেন নরেন্দ্র মোদী। বলেন, 'বিজ্ঞান নুডলস নয় যে, জলদি দু’মিনিটে তৈরি হয়ে যাবে। এটা পিৎজাও নয় যে, আধ ঘণ্টায় পাওয়া যাবে। গবেষণা, আবিষ্কার অনেক দীর্ঘমেয়াদি ধৈর্যের বিষয়। এখানে চটজলদি সংস্কৃতি চলে না।'

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আগেই সতর্ক করা হয় ইসরোকে

চন্দ্রযান-২ এর সাফল্যের কথাও এদিন উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। তাঁর কথায়, চন্দ্রযান-২ ভারতের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে শুধুমাত্র এক মাইলফলকই নয়, এটা নতুন দিগন্তের বিস্তার করেছে। তিনি বলেন, 'ছোট ছোট ছেলেমেয়েরাও এখন লুনা টোপোগ্রাফি, অরবিট, চাঁদের দক্ষিণ মেরুতে জলের সন্ধান নিয়ে চর্চা করছে। বাবা-মায়ের কাছে জানতে চাইছে। এটা একটা নতুন মোড়।' তাঁর বক্তব্য, 'চন্দ্রযান ব্যর্থ হয়নি। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু হয় না। সবটাই নতুন অভিজ্ঞতা।'

প্রধানমন্ত্রী জানান, বিশ্ব উদভাবন সূচকের নিরিখের গত তিন বছরে ভারত অনেকটাই এগিয়ে গিয়েছে। ভারতের স্থান ৮৬ থেকে এগিয়ে হয়েছে ৫৪। বিজ্ঞানী ও বিজ্ঞান মনস্ক মানুষদের এজন্য ধন্যবাদ দেন তিনি। নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read the full story in English

PM Narendra Modi science
Advertisment