Advertisment

আমি যৌন হেনস্থার শিকার: সংসদে সরব ডেরেক

"যত মানুষ এ নিয়ে কথা বলবেন তত বেশি শিশু এ ধরনের ঘটনার হাত থেকে বাঁচবে। আসুন, সবাই মিলে এই ঘৃণ্য অপরাধ প্রতিরোধে সচেষ্ট হই।

author-image
IE Bangla Web Desk
New Update
derek o brien

স্মৃতি ইরানি ডেরেককে হাততালি দিয়ে অভিবাদন জানান

পকসো আইন সংশোধনী বিল নিয়ে আলোচনার সময়ে রাজ্য সভায় নিজের যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ডেরেক ও' ব্রায়েন। তিনি বলেন ১৩ বছর বয়সে ভিড়ে ঠাসা বাসে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।

Advertisment

তিনি বলেন, "১৩ বছর বয়সে টেনিস প্র্যাকটিস শেষে শর্ট প্যান্ট ও টি শার্ট পরে আমি ভিড়ে ঠাসা বাসে উঠেছিলাম। আমাকে যৌন হেনস্থা করা হয়েছিল, একজন অপরিচিত ব্যক্তি এই বালকটির শর্টসের উপর বীর্যপাত করেছিল। আমি এ নিয়ে কাউকে কিছু বলিনি। পরে অনেক বড় হয়ে বাবা-মাকে এ ঘটনার কথা বলি।"

ডেরেক সমস্ত মানুষকে, সাংসদদের এবং অভিনেতা-অভিনেত্রীদের এই ধরনের যৌন হেনস্থা নিয়ে মুখ খোলার অনুরোধ করেন। তিনি বলেন, "যত মানুষ এ নিয়ে কথা বলবেন তত বেশি শিশু এ ধরনের ঘটনার হাত থেকে বাঁচবে। আসুন, সবাই মিলে এই ঘৃণ্য অপরাধ প্রতিরোধে সচেষ্ট হই।"

মোট ২৮ জন বিধায়ক পকসো সংশোধনী বিল নিয়ে কথা বলেন। ডেরেক নিজের হেনস্থার কথা সর্বসমক্ষে বলার পর হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানান নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুন, চাইলে মধ্যপ্রদেশেও সরকার ফেলে দেব, কংগ্রেসকে হুমকি বিজেপি-র

স্মৃতি বলেন, "এ ধরনের ঘটনা মনে ছাপ ফেলে যায়। ঘটনার ৪৬ বছর পর ডেরেক এ ঘটনার কথা পৃথিবীর কাছে জানিয়েছেন। আমাদের উচিত ওঁকে অভিবাদন জানানো।"

দীর্ঘ বিতর্কের পর রাজ্যসভায় এই বিল পাস হয়। বিলের সংশোধনীতে প্রবেশমূলক যৌন হেনস্থার ক্ষেত্রে ১০ বছর থেকে শাস্তির পরিমাণ বাড়িয়ে ২০ বছর করা হয়েছে।

Read the Full Story in English

All India Trinamool Congress
Advertisment