দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে দায়ী করা হল শাবানা আজমির গাড়ির চালককে। শনিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিনেত্রী গাড়ি। গুরুতর জখম হন শাবানা।
ট্রাক মালিক রাজেশ পান্ডুরাগ শিণ্ডের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে শাবানার গাড়ির চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন অমলেশ। ওই অবস্থাতেই মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ওভারটেক করতে গিয়েই গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। তখন গাড়িতে ছিলেন শাবানা। জখম হন অভিনেত্রী। ওই গাড়িতে থাকলেও শাবানার স্বামী জাভেদ আখতার অবশ্য তেমন আহত হননি।
আরও পড়ুন: দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি
দুর্ঘটনায় শাবানার গাড়ির চালকও আহত হন। গাড়ির চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। প্রচণ্ড গতিতে গাড়ি চালনার জন্য ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে সবকটি ধারাই জামিন যোগ্য। এখনও অবশ্য গ্রেফতার করা হয়নি চালককে।
অভিনেত্রী ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার তাঁর আরও কয়েকটি শরীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। শাবানার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, আরও অন্তত চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে।
Read the full story in English