Advertisment

'শাহিনবাগের দাদি' বিলকিস বানোকে আটক করল দিল্লি পুলিশ!

সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। কেন তাঁকে আটক করা হল?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। স্থান পেয়েছেন টাইম ম্যাগাজিনে প্রকাশিত ২০২০ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায়। এবার সেই 'শাহিনবাগের দাদি' বিলকিস বানোকে আটক করল পুলিশ। কারণ, দিল্লিতে কৃষক বিদ্রোহে শামিল হতে মঙ্গলবার দিল্লি-হরিয়ানা বর্ডারে গিয়েছিলেন তিনি। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দিল্লি পুলিশ তাঁকে আটক করে।

Advertisment

৮২ বছরের বিলকিস বানো। অশীতিপর এই মহিলা গত বছর কনকনে ঠান্ডায় রাতভর অবস্থানে বসে পড়েন দিল্লির শাহিনবাগে। একটাই দাবি, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করতে হবে। তারপর একে একে তাঁর সঙ্গে যোগ দেন হাজার হাজার মহিলা। তাঁকে কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক নেতা-মন্ত্রীরা লোভী, টাকার জন্য আন্দোলনে বসা মহিলা হিসাবে কটাক্ষ করেছিলেন।

আরও পড়ুন ‘পরিস্থিতি উদ্বেগজনক’, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে সরব কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

কয়েকদিন আগেও কৃষক আন্দোলনে যোগ দেওয়া এক বৃদ্ধার সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলে টুইটারে কদর্য ভাষায় আক্রমণ করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। লেখেন, "এঁকে তো ১০০ টাকার বিনিময়েই পাওয়া যায়।" যা নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়তে হয় কঙ্গনাকে। এবার সত্যি সত্যি কৃষক বিদ্রোহে দেখা মিলল 'শাহিনবাগের দাদি'র।

বিলকিস বানো এদিন বলেছেন, "আমরা চাষির মেয়ে। আমাদের কথা শুনতে হবে সরকারকে।" তাঁকে আটক করে গাড়িতে তোলার সময় ব্যাপক হই-হট্টগোল হয় দিল্লি-হরিয়ানা সীমান্তে। এদিকে, কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে তিনজন কৃষকের মৃত্য়ু হয়েছে। এদিন কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূষ গোয়েলরা।

Shaheen Bagh Delhi Police Bilkis Bano
Advertisment