Sheikh Hasina: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে কার্যত পালিয়ে এসে আশ্রয় নেন। জানেন কী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন? যদিও কেন্দ্র এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে।
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে গত ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। ২০০৯ থেকে গত মাস পর্যন্ত টানা ১৫ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সঙ্গে বরাবরই তিনি সুসম্পর্ক রেখে চলেছিলেন। ঠিক সেই কারণে ভারত তাঁকে সাময়িক আশ্রয় দিয়েছে। হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সামরিক হেলিকপ্টারে চড়ে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন।
CID-র জালে তৃণমূলের 'কিডন্যাপার' কাউন্সিলর, অপহরণের 'টেকনিক' দুঁদে অপরাধীদেরও ঘোল খাওয়াবে!
চমকে যাবেন এই খবরে
শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা সহ ৭ সেনা আধিকারিক ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ওই দিন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, শেখ হাসিনা ভারতে বেশিদিন থাকতে চাননি। তিনি চেয়েছিলেন ইউরোপের কোন দেশ, আমেরিকা বা সৌদি আরবে আশ্রয় নিতে চান। জানা গিয়েছে, ইউরোপীয় দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে 'রাজনৈতিক আশ্রয়' দিতে রাজি হয়নি। এ কারণে শেখ হাসিনা গত ৪৫ দিন আমাদের দেশেই রয়েছেন। কড়া নিরাপত্তায় রয়েছেন বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী । তবে শেখ হাসিনা আমাদের দেশে কোথায় রয়েছেন এবিষয়ে কেন্দ্র মুখে কুলুপ এঁটেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে তড়িঘড়ি মার্কিন সফরে মোদী, বিশেষ কোন কারণ?
এখন প্রশ্ন তাহলে শেখ হাসিনা কোথায় রয়েছেন? এবার সামনে এসেছে বিরাট তথ্য। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজিদের সঙ্গে দিল্লিতে রয়েছেন বলেই খবর।এমনও খবর সামনে এসেছে শেখ হাসিনাকে তার মেয়ে সায়মা ওয়াজিদের সঙ্গে দিল্লির লোধি গার্ডেন পার্কে ঘুরতে দেখা গেছে। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজিদ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দিল্লিতে করছেন। তিনি তার পরিবারের সঙ্গে কর্মসূত্রে দিল্লিতে থাকেন। যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসেবে কর্মরত। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা দিল্লিতে তাঁর মেয়ের কাছেই রয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস।