Advertisment

TMC Councillor Arrested: CID-র জালে তৃণমূলের 'কিডন্যাপার' কাউন্সিলর, অপহরণের 'টেকনিক' দুঁদে অপরাধীদেরও ঘোল খাওয়াবে!

TMC Councillor Arrested: দু'দফায় অপহরণ করে কোটি কোটি টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তভার নেয় সিআইডি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
TMC Councillor Arrested by cid in a kidnaping case,অপরহরণ, সিআইডি

ধৃত তৃণমূল কাউন্সিলর। ছবি: মোবারক কোরাইশি।

TMC Councillor Arrested-CID: এবার উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে CID-র হাতে গ্রেফতার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ এক কাউন্সিলর। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক 'কুকীর্তি'র অভিযোগ।

 এক ব্যবসায়ীকে অপহরণের করে মুক্তিপণ আদায়ের মতো মারাত্মক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীকে দু'দফায় অপহরণ করে কোটি-কোটি টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বারাসত থেকে তৃণমূলের কাউন্সিলর মিলন সরদারকে গ্রেফতার করে নিয়ে যায় CID। 

Advertisment

অভিযোগ, উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার ওই ব্যবসায়ীকে দু'দফায় অপহরণ করা হয়। মোট ৯ কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেয় অপরহরণকারীরা। ওই ব্যবসায়ীকে বারাসতের তৃণমূল কাউন্সিলর রীতিমতো ছক কষে অপহরণ করেছিল বলে অভিযোগ। অপহরণের পর ওই ব্যবসায়ীকে বারাসতেরই কোনও একটি জায়গায় এনে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে বলেও জানা যায়। 

অভিযোগের ভিত্তিতে এরপর তদন্ত শুরু হয়। CID তদন্তভার হাতে নেয়। তারপরেই এই অপহরণ চক্রের মূল মাথা বারসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সরদারকে গ্রেফতার করে CID। এদিকে, CID মিলনকে গ্রেফতার করায় রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসকদল তৃণমূল।

আরও পড়ুন- Bengal Weather: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, পুজোর মুখেই আবারও ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ায় ম্যাজিক বদল কবে?

আরও পড়ুন- West Bengal Medical Council: কী চলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অন্দরে? চিকিৎসক নেতার তথ্যে ভিরমি খাবেন!

মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার জানিয়েছেন, মিলন সরদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আরও পড়ুন- Doctors Safety and Security: সব হাসপাতালে 'প্যানিক বাটন', মহিলা পুলিশকর্মী, ডাক্তারদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের

Arrested CID Kidnap tmc
Advertisment