Advertisment

কংগ্রেস নেতা শিবকুমার ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে

শিবকুমারের ৯ দিনের ইডি হেফাজতের মেয়াদ পূর্ণ হবার পর শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। গত ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আরও পাঁচদিন হেফাজতে

দিল্লির এক আদালত শুক্রবার কর্নাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সংবাদসংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

Advertisment

শিবকুমারের স্বাস্থ্যের দিকে নজর রেখে বিশেষ বিচারক অজয় কুমার কুহার ইডিকে তাঁর চিকিৎসার ব্যাপারে আগে নজর দিয়ে তারপর জেরা করতে বলেছেন।

আরও পড়ুন, চিদাম্বরমের পর শিবকুমার গ্রেফতার, কী অভিযোগ কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে?

শুনানির সময়ে ইডি জানায় শিবকুমার যেহেতু তদন্তে সহযোগিতা করছেন না, ফলে তাঁকে আরও পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হোক।

শিবকুমারের ৯ দিনের ইডি হেফাজতের মেয়াদ পূর্ণ হবার পর শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। গত ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্ত সংস্থা আদালতে জানায় শিবকুমার তদন্তের সময়ে অপ্রাসঙ্গিক উত্তর দিচ্ছেন এবং তাঁর বহু পরিমাণ বেনামি সম্পত্তি রয়েছে।

ইডির তরফে কে এম নটরাজ বলেন, শিবকুমারের মোট ২০০ কোটি টাকার বেআইনি অর্থ ও ৮০০ কোটি টাকার বেনামি সম্পত্তি রয়েছে।

হেফাজতে জিজ্ঞাসাবাদের মেয়াদবৃদ্ধির আবেদন করে নটরাজ আদালতে বলেন, "এ মামলায় যে প্রচুর পরিমাণ নথি পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে শিবকুমারকে আরও জেরা করা প্রয়োজন।" তিনি আরও দাবি করেন, এমন বহু তথ্য যা শুধু শিবকুমারের কাছেই রয়েছে, তা তিনি গোপন করে রাখছেন।

ইডির আবেদনের প্রেক্ষিতে বিচারক বলেন, "আমি নিশ্চিত আগামী পাঁচ দিনেও উনি প্রশ্নের উত্তর দেবেন না। তাহলে আপনারা কেন হেফাজত চাইছেন?"

হেফাজতে জেরার ব্যাপারে ইডি-র আবেদনের বিরোধিতা করে শিবকুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, "কংগ্রেস নেতার শারীরিক অবস্থা ভাল নয়। উচ্চ রক্তচাপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।"

সিংভি আদালতে বলেন, ইডি শিবকুমারের জামিনের আবেদনের এখনও কোনও জবাব দেয়নি।

Read the Full Story in English

ED
Advertisment