Advertisment

Shujaat Bukhari murder: শুজাত বুখারি খুনে চিহ্নিত অভিযুক্তরা

Shujaat Bukhari murder: ‘রাইজিং কাশ্মীর’-এর চিফ এডিটরকে খুনের ঘটনায় যোগ রয়েছে লস্কর-এ-তইবার। এ ঘটনায় তিন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ, যাদের মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
shujaat bukhari, সুজাত বুখারি

‘রাইজিং কাশ্মীর’-এর চিফ এডিটর সুজাত বুখারি। ছবি- ফেসবুক/ ইন্ডিয়ান এক্সপ্রেস

কাশ্মীরে সাংবাদিক শুজাত বুখারি খুনের ঘটনায় অবশেষে অভিযুক্তদের চিহ্নিত করল জম্মু-কাশ্মীর পুলিশ। শুধু তাই নয়, ‘রাইজিং কাশ্মীর’-এর চিফ এডিটরকে খুনের ঘটনায় যোগ রয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তইবার। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে, এবং তার সঙ্গে লস্কর-এ-তইবার যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তিনজনের মধ্যে দু’জন দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। গত ১৪ জুন খুন হন শুজাত বুখারি।

Advertisment

হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। তিনজনের মধ্যে দু’জন স্থানীয় জঙ্গি ও অন্যজন পাক জঙ্গি বলে জানিয়েছেন ওই আধিকারিক। নাভিদ জাট নামে ওই পাক জঙ্গি এ বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশ হাজতে থাকাকালীন শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল। লস্কর-এ-তইবার সঙ্গে নাভিদের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতেই শেষ নয়, এক ব্লগারকেও এ ঘটনায় চিহ্নিত করা হয়েছে। বুখারির বিরুদ্ধে প্রচার চালাত ওই ব্লগার। শ্রীনগরের জঙ্গি বলে পরিচিত ওই ব্লগার বর্তমানে পাকিস্তানে রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Shujaat Bukhari killed: সম্ভাব্য জঙ্গি হানার শিকার রাইজিং কাশ্মীরের সম্পাদক

গত ১৪ জুন শ্রীনগরে নিজের অফিসের সামনে খুন হন শুজাত বুখারি। তিনজন ব্যক্তি তাঁকে খুন করে বলে অভিযোগ ওঠে। যে ঘটনায় আবারও ভূ-স্বর্গে অশান্তির ছায়া নেমে আসে। এই ঘটনার পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ, যেখানে বাইকে করে হামলাকারীদের আসতে দেখা গিয়েছে। এক হামলাকারীর মাথায় হেলমেট ছিল, আরেকজন মুখোশ পরে ছিল। সেসময় এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। ওই যুবক বুখারির রক্ষীদের থেকে পিস্তল চুরি করেছিলেন। পরে জানা যায় যে, জুবের কাদরি নামের ওই যুবক মাদকাসক্ত ছিলেন। হত্যার ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগসূত্র মেলেনি।

national news jammu and kashmir shujaat bukhari shujaat bukhari killed
Advertisment