দিল্লির আদালতে শনিবার বিরাট ধাক্কা খেল শাসকদল আম আদমি পার্টি। এদিন বিধায়ক সোমনাথ ভারতীকে দিল্লির এইমসে নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনায় ২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হল আপ বিধায়ককে। পাঁচ বছর আগের এই মামলায় এর আগে ভারতীকে দোষী সাব্যস্ত করেন অতিরক্তি মুখ্য দায়রা বিচারক রবীন্দর কুমার পাণ্ডে। সেইসঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
যদিও সোমনাথ ভারতী এই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, গত ২০১৬ সালে ৯ সেপ্টেম্বর সোমনাথ ভারতী তাঁর ৩০০ জন সাঙ্গপাঙ্গ নিয়ে জেসিবি অপারেটর দিয়ে এইমসের পাঁচিল ভেঙে দেন। তারপর নিরাপত্তারক্ষীদের ব্যাপক মারধর করেন বলে অভিযোগ।
আরও পড়ুন আন্দোলনে হিংসা ছড়ানো-কৃষক নেতাদের খুনের ছক! সিঙ্ঘু সীমানায় পাকড়াও যুবক
এই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের জেলের সাজা হতে পারে। যদিও এই মামলায় ভারতীর সঙ্গী তথা আরেক অভিযুক্ত জগৎ সাইনি, দিলীপ ঝা, সন্দীপ সোনু এবং রাকেশ পাণ্ডেকে বেকসুর খালাস করেছে আদালত। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন