Advertisment

সাংকেতিক বার্তা নিয়ে ভারতে ঢুকে পড়ল পায়রা, উপত্যকায় জোর চাঞ্চল্য

জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে একটি পায়রা উদ্ধার করেন গ্রামবাসীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
spy pigeon jammu kashmir,পায়রা, জম্মু কাশ্মীর, পায়রার খবর, জম্মু কাশ্মীর, jammu kashmir border security, spy pigeon spotted, indian express bangla

প্রতীকী ছবি।

পায়রাকে ঘিরে রহস্য দানা বাঁধল জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে। সাংকেতিক বার্তা পায়ে বাঁধা অবস্থায় রবিবার কাঠুয়ায় একটি পায়রাকে উদ্ধার করা হয়েছে। কোনও বার্তা নিয়ে চর হিসেবে ওই পায়রাকে পাঠানো হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পায়রার পায়ে বাঁধা সাংকেতিক বার্তা বোঝার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisment

ঠিক কী ঘটেছে?

জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে একটি পায়রা উদ্ধার করেন গ্রামবাসীরা। ওই পায়রার পায়ে সাংকেতিক বার্তা রয়েছে বলে সন্দেহ করা হয়। এরপরই ওই পায়রাটি পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: ঈদে এবার পাকিস্তানকে মিষ্টিমুখ করালো না ভারত

কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার শালিন্দর কুমার মিশ্র জানিয়েছেন, আইবি বরাবর মানাযারি গ্রামের হিরানগর সেক্টরের উপর উড়ছিল পায়রাটি। পাকিস্তানের দিক থেকেই পায়রাটি এসেছে।

পায়রার একপায়ে রিংয়ে সাংকেতিক বার্তা লেখা রয়েছে। কী লেখা রয়েছে তা ডিকোড করার কাজ চলছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার। আরও জানা যাচ্ছে, পায়রার একটা ডানায় লাল রং করা। রিংটিও লাল রং করা। সীমান্তে এ ধরনের কার্যকলাপ অত্য়ন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment