Advertisment

RG Kar Doctor protest Updates: 'ডাক্তার-ডাক্তারে' বেনজির লড়াই! অনিকেত-কিঞ্জলদের বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ

RG Kar Doctor protest Updates: শনিবার একদিকে যখন আরজি করে চলছে গণ কনভেনশন ঠিক তখনই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের আরও একটি সংগঠন। সেখান থেকেই কিঞ্জল-অনিকেতদের বিরুদ্ধে তোলা হয় নির্যাতিতার বিচারের নামে টাকা আদায়ের অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Doctor protest

'ডাক্তার-ডাক্তারে' বেনজির লড়াই! অনিকেত-কিঞ্জলদের বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ

RG Kar Doctor protest Updates: আরজি করে কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ। ন্যায় বিচারের দাবিতে উঠেছে স্লোগান। 'রাত-ভোর' দখলের ডাকে পথে নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। বেনজির প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এবার সেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই 'ভয়ঙ্কর' অভিযোগ। 'নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি তুলেছে' জুনিয়র ডাক্তাররা। এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ‌ অনিকেত, কিঞ্জল নন্দ সহ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ। পাশাপাশি তাদের বিরুদ্ধে তোলা হয়েছে থ্রেট কালচার চালানোর অভিযোগও। 

Advertisment

শনিবার একদিকে যখন আরজি করে চলছে গণ কনভেনশন ঠিক তখনই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন  জুনিয়র ডাক্তারদের আরও একটি সংগঠন। সেখান থেকেই কিঞ্জল-অনিকেতদের বিরুদ্ধে তোলা হয় নির্যাতিতার বিচারের নামে টাকা আদায়ের অভিযোগ। পাশাপাশি থ্রেট কালচারের প্রসঙ্গ তুলে এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য অনিকেত, কিঞ্জল সহ জুনিয়র ডাক্তারদের একহাত নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মাথা ঘুরে যাবে! SSC দুর্নীতিতে প্রসন্নর কত টাকার সম্পত্তি ED বাজেয়াপ্ত করল জানেন?

সংগঠনের পক্ষ থেকে শ্রীশ চক্রবর্তীর অভিযোগ, ‘‌নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেতরা। আমাদের বিরুদ্ধে যে অন্যায় ঘটে চলেছে, সেই অন্যায়ের জন্য যে মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে সেটার একটি প্রমাণ বাংলার মানুষের সামনে তুলে ধরতে আমরা এখানে উপস্থিত হয়েছি'। তিনি আরও অভিযোগ করেন, 'আন্দোলনের নামে কিছু ডাক্তার নিজেদের স্বার্থসিদ্ধি করছে। থ্রেট কালচারের মতো মিথ্যা অভিযোগ তুলে তাঁকে ও আরও কয়েকজন চিকিৎসককে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই পরিস্থিতি থেকে রেহাই পেতেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একদিনের বৃষ্টিতেই জল থৈ থৈ! মেডিকেল কলেজে দুরাবস্থা, চরম ভোগান্তিতে রোগী-পরিজনরা

এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে অনিকেত মাহাতো বলেছেন,  'মানুষকে বেছে নিতে  হবে যে, তাঁরা যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের পাশে থাকবেন? না কি যাঁরা থ্রেট কালচারে অভিযুক্ত, তাঁদের সঙ্গে থাকবেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে এদিন শ্রীশ চক্রবর্তী, প্রণয় মাইতি অভিযোগ করেন আন্দোলনের নামে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে  অরাজকতা সৃষ্টি করতে চাইছেন অনিকেতরা। যারা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে মিথ্যা থ্রেট কালচারের অভিযোগ আনা হচ্ছে'। 

RGKar medical college & hospital
Advertisment